TRENDING:

বিমানবন্দরে ফাঁকি দিয়ে পালালেন বিদেশ ফেরত যাত্রী, মেয়ের বাড়ি থেকে ধরে আনল পুলিশ

Last Updated:

কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসা সব যাত্রীকেই বাধ্যতামূলক সাত দিন সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিদেশ থেকে এসে বিমানবন্দর কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েই বাড়ি চলে গিয়েছিলেন এক যাত্রী৷ কিন্তু শেষরক্ষা হলো না৷ মেয়ের বাড়ি থেকে ৭২ বছর বয়সি এক বৃদ্ধকে ফের ধরে আনা হল বিমানবন্দরেই৷
advertisement

এমনই ঘটনা ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে৷ শনিবার কাজাখস্তান থেকে আসা ওই যাত্রী সরকারি নিয়ম মেনে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকা এড়াতেই বাড়িতে পালিয়েছিলেন৷ বিমানবন্দরে যখন কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য যাত্রীদের নাম ধরে ডাকা হচ্ছিল, তখন ওই যাত্রীর খোঁজ মেলেনি৷ এর পরেই তাঁকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়৷ শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজের সাহায্যে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ওই বৃদ্ধের মেয়ের বাড়িতে তাঁর খোঁজ মেলে৷

advertisement

এর পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ৷ কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে৷

কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসা সব যাত্রীকেই বাধ্যতামূলক সাত দিন সরকারি কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ তার পর আরও সাত দিন তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে ওই বৃদ্ধকে বিমানবন্দরে ফেরত আনা হয়৷ তিনি শারীরিক অসুস্থতা সংক্রান্ত বেশ কিছু কাগজ দেখানোর পর তাঁকে ১৪ দিনই হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেয় স্বাস্থ্য দফতর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরকারি নির্দেশ ভঙ্গ এবং সংক্রামক রোগ ছড়ানোর চেষ্টা যা থেকে অন্যের প্রাণহানি হতে পারে, এই দুই অভিযোগে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিমানবন্দরে ফাঁকি দিয়ে পালালেন বিদেশ ফেরত যাত্রী, মেয়ের বাড়ি থেকে ধরে আনল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল