বর্তমানে পজিটিভ রুগী (COVID19 positive) ৫ থেকে ৬ জন আবার হয়তো কোনও দিন টেস্ট করতে আসা সবাই বাড়ি ফিরছে নেগেটিভ রিপোর্ট নিয়েই। গত পাঁচদিনের রিপোর্ট অনুযায়ী সিউড়ি সদর হাসপাতালে ৭৮ জন করোনা পরীক্ষা করিয়েছেন তার মধ্যে পজিটিভ রুগী মাত্র ৯ জন। সিউড়ী পুরসভার চিত্রটাও এক৷ পাঁচদিনে পরীক্ষা করিয়েছেন ৩৯ জন, পজিটিভ ৫ থেকে ৬ জন।
advertisement
করোনার দ্বিতীয় ঢেউকে (Corona second wave) প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিভিন্নি ব্যবস্থা নিয়ে রুখতে পেরেছে। তবে এখানেই যে এর শেষ তা নয়। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই আসতে চলেছে তৃতীয় ঢেউ (Coronavirus third wave)বলে শোনা যাচ্ছে। আর যার প্রভাব পড়বে বেশি বাচ্চাদের ওপর, এমনি মত উঠে আসছে। সাধারণ মানুষ যে ভাবে করোনাবিধি (COVID19 protocol) মানছিলেন , যেভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন ঠিক তেমন ভাবেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চললে ঠেকানো যাবে করোনার এই ক্ষতিকর তৃতীয় ঢেউকেও। তবে করোনা পরীক্ষার লাইনে ভিড় কম হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেঁছে প্রশাসন থেকে সাধারণ মানুষ।
