লকডাউন আরও বাড়ানো হবে কিনা এ প্রসঙ্গে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন এত তাড়াতাড়ি সরবে বলে মনে হয় না ৷ রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ছাড় দিয়েও লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়া রোড ম্যাপ তৈরি করেছে সরকার ৷ তিনি বলেন, রেড জোনকে তিন ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে। এই তিন ভাগ হল এ, বি এবং সি। রেড জোন ‘এ’ এলাকায় কোনও ছাড় দেওয়া হবে না। রেড জোন ‘বি’ -এর জায়গাগুলিতে সামাজিক দূরত্বের বিধি মেনে ছাড় দেওয়া হবে। তবে রেড জোন ‘সি’ নির্ধারিত এলাকায় প্রায় সব কিছুতেই ছাড় দেওয়া হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
তবে কোন এলাকায় কোথায় কী ছাড় দেওয়া হবে তা ঠিক করবে পুলিশ ৷ এদিন নবান্নে বলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামিকাল থেকেই রাজ্যে খুলে যাচ্ছে জুয়েলারি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল সার্ভিস বাদে খাবারের দোকান খুলুক ৷ সকাল ৬টা থেকে ১২ পর্যন্ত খোলা থাকবে এই দোকান গুলি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘দোকান খুললে খাবার কিনে বাড়িতে নিয়ে যান ৷ হোটেলে কেউ বসে খাবেন না ৷ রেস্তোরাঁ বাদে খাবারের দোকান খুলুক ৷’
এছাড়া আগামিকাল থেকেই রাজ্যে খুলে যাচ্ছে তাঁতশিল্প, খাদি বাজার ৷ নির্মাণকাজ, ফিশারি, উদ্যানপালনেও ছাড় দিচ্ছে রাজ্য সরকার ৷ সিনেমার এডিটিং, ডাবিং, মিক্সিংয়ের কাজও শুরু করা যাবে আগামিকাল থেকেই ৷ দ্বিতীয় দফায় আরও কিছু ক্ষেত্রে ছাড় মিলবে ২১ মে-এর পর ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রায় দু-মাস হল সব কাজ বন্ধ ৷ দফায় দফায় সবাইকেই কাজে ফিরিয়ে আনা হবে ৷ ’