সোমবার অর্থাৎ ৮ জুন থেকে দেশ জুড়ে শুরু হয়েছে Unlock ১.০-এর প্রথম ধাপ ৷ খুলেছে ধর্মীয় স্থান, শপিং মল, অফিস ও রেস্তোরাঁ ৷ তবে রাজ্যে বাড়ল লকডাউনের মেয়াদ ৷ ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
বাংলায় করোনা সংক্রমণ অতীতের সব হিসেবকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। রবিবারই বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড ৷ ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪৯ জনের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে ৷ সব মিলিয়ে রাজ্যে রবিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮হাজার ১৮৭ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪ হাজার ৪৮৮ জন। করোনা সংক্রমণের এই বাড়তে থাকা গ্রাফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘যাতায়াত বেড়েছে, তাই সংক্রমণ বাড়ছে। রাজ্যে সকলকে সাবধানে থাকতে হবে ৷’
সোমবার অর্থাৎ ৮ জুন থেকে দেশ জুড়ে শুরু হয়েছে Unlock ১.০-এর প্রথম ধাপ ৷ খুলেছে ধর্মীয় স্থান, শপিং মল, অফিস ও রেস্তোরাঁ ৷ বাংলায়ও সোমবার থেকেই বিভিন্ন অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে শুরু হয়েছে কাজ ৷ কিন্তু অফিসে পৌঁছতে রাস্তায় মজুদ নেই যথেষ্ট বাস ৷ জায়গায় জায়গায় ধরা পড়েছে একই ছবি ৷ সুরক্ষা বিধি, সামাজিক দূরত্ব শিকেয় তুলে গা ঘেঁষাঘেঁষি করেই ভিড়ে ঠাসা বাসে জায়গা পাওয়ার চেষ্টায় প্রতিযোগিতায় নেমেছেন অফিসযাত্রীরা ৷ পরিবহনের অসুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার ৫ হাজার বাস নামিয়েছে।’ কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শহরের সব জায়গায় তো সাইকেল চালানোর অনুমতি নেই ৷ কলকাতার কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, তা জানাবে পুলিশ।’