TRENDING:

দেখামাত্রই গুলি! করোনা সংক্রমণ রুখতে নির্দেশ উত্তর কোরিয়ায়

Last Updated:

এমনিতেই উত্তর কোরিয়ার উপরে আন্তর্জাতিক মহলের আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে৷ চিন সীমান্ত বন্ধ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞার চাপ আরও বেড়েছে উত্তর কোরিয়ার উপরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সরকার৷ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী কম্যান্ডার রবার্ট আব্রামস৷ চিন সীমান্ত দিয়ে যাতে কোনওভাবে করোনা ভাইরাস উত্তর কোরিয়ায় ঢুকতে না পারে, তা নিশ্চিত করতেই এই নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়া সরকার৷
advertisement

এই মুহূর্তে উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে৷ তার মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে৷ সেকথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে কিম জং উন সরকার৷ গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও এখনও উত্তর কোরিয়ায় কেউ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে খবর নেই৷

করোনা সংক্রমণ রুখতে জানুয়ারি মাস থেকেই চিন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া৷ সে দেশের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুলাই মাসে চূড়ান্ত সতর্কতা জারি হয় উত্তর কোরিয়ায়৷ গোটা বিশ্বের থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া চিনের উপরে ভীষণ ভাবেই নির্ভরশীল৷ ফলে চিন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় চোরাপথে জিনিসের আদানপ্রদান বেড়ে যায়৷

advertisement

ওয়াশিংটনে একটি সাংবাদিক সম্মেলনে মার্কিন ওই কম্যান্ডারের মতে, চিন সীমান্তের কয়েক কিলোমিটার আগে থেকে বাফার জোন তৈরি করেছে উত্তর কোরিয়া৷ সেখানে দেশের স্পেশ্যাল অপারেশনস ফোর্সকে মোতায়েন করা হয়েছে৷ চিন সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করলেই দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে ওই বিশেষ বাহিনীকে৷

এমনিতেই উত্তর কোরিয়ার উপরে আন্তর্জাতিক মহলের আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে৷ চিন সীমান্ত বন্ধ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞার চাপ আরও বেড়েছে উত্তর কোরিয়ার উপরে৷ তার উপর টাইফুন মেস্যাক-এর দাপটে বিধ্বস্ত দেশের একটা বড় অংশ৷ প্রায় ২০০০ বাড়ি ভেঙেছে৷ ফলে, সেই ধাক্কাও সামাল দিতে হচ্ছে উত্তর কোরিয়াকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফলে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার দিক থেকে কোনও সামরিক উস্কানি দেওয়া হবে না বলেই মনে করছে মার্কিন সেনা৷ তবে আগামী বছর শাসক কিমের রাজনৈতিক দলের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে উত্তর কোরিয়া নতুন করে কিছু অস্ত্র প্রকাশ্যে আনতে পারে বলে অনুমান করছেন ইউএস কোরিয়া ফোর্সের কম্যান্ডার রবার্ট আব্রামস৷ আপাতত দেশে ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর পুনর্গঠন এবং করোনা সংক্রমণ রোখার উপরেই জোর দিচ্ছে উত্তর কোরিয়া সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেখামাত্রই গুলি! করোনা সংক্রমণ রুখতে নির্দেশ উত্তর কোরিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল