একইসঙ্গে বেসরকারি সংস্থাগুলির কাছেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, যাতে কর্মীদের হাজিরার বা রিপোর্টিংয়ের সময় শিথিল করা হয় ৷ যতটা সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার অনুরোধও প্রাইভেট অফিগুলির কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন ট্যুইটে তিনি লেখেন- ‘অতিরিক্ত ভিড় বাসে উঠবেন না। বেসরকারি সংস্থাগুলি যতটা সম্ভব বাড়ি থেকে কাজ চালানোর চেষ্টা করুন। অফিসে হাজিরার সময়ের ক্ষেত্রে ছাড় দিন। আমরা সরকারি অফিসে কাউকে লেট মার্ক না করার সিদ্ধান্ত নিয়েছি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না এবং সবাই মাস্ক পরুন। নিরাপদ থাকুন।’ বুধবারই নবান্নে সরকারি কর্মীদের দুই শিফটে আসার সিদ্ধান্ত জানায় রাজ্য সরকার ৷ রাস্তাঘাটে ভিড়ে এড়াতেই এমন ব্যবস্থা ৷
advertisement
Location :
First Published :
June 12, 2020 6:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘সরকারি কর্মীরা দেরিতে এলেও লেট মার্ক করা হবে না’, ট্যুইটে নির্দেশ মুখ্যমন্ত্রীর