TRENDING:

Lockdown 4.0| বাংলায় নাইট কার্ফু নয়, তবে সন্ধের পর মুক্তমনে বাড়িতেই থাকুন : মমতা

Last Updated:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এ রাজ্যে সরকারি ভাবে কোনও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে না৷ তবে বেআইনি ভাবে জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এ রাজ্যে সরকারি ভাবে কোনও নাইট কার্ফু ঘোষণা করা হচ্ছে না৷ তবে বেআইনি ভাবে জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে৷
advertisement

কেন্দ্রের নাইট কার্ফুর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 'নাইট কার্ফু জারি করে মানুষের ভোগান্তি ঠিক নয়৷ কেন্দ্রীয় সরকার বলেছে রাত ৭ টা থেকে সকালে ৭ পর্যন্ত কার্ফু থাকবে। তবে আমরা বলছি না কার্ফু। আমরা বলছি, সন্ধে ৭ টার পর বাড়ির ভিতরে থাকবেন। মুক্তমনে থাকবেন।'

এ রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন থাকবে বলে জানালেন মমতা৷ তিনি বলেন, সামনে ঈদ রয়েছে। কিন্তু যে হেতু কেন্দ্র লকডাউন করে দিয়েছে, তাই বলছি বাড়িতে বসে ঈদ পালন করুন। কন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে৷ এ (অ্যাফেক্টেড জোন), বি (বাফার জোন) ও সি (ক্লিন জোন)৷ এ জোন ছাড়া বাকি জায়গায় বড় দোকান সব খুলে যাবে ২১ মে থেকে।

advertisement

২৭ মে থেকে হকার মার্কেট খোলার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। ওই দিন থেকেই চলবে অটো। তবে যাত্রী সংখ্যা হবে ২ জন। এছাড়া, সরকারি, বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে। এছাড়া ২১ মে থেকে শুরু হবে আন্তঃজেলা বাস পরিষেবা। তবে আপাতত চালু হচ্ছে না রেস্তোরাঁ। আর সিনেমা হল, থিয়েটার হল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। এছাড়া এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়েও রাজ্য সরকার যা ভাবছে, সেটাও স্পষ্ট করেন তিনি। বলেন, রাজ্যে এখনও ১৬টি স্পেশাল ট্রেন এসেছে, আরও অনেকগুলি ট্রেন রাজ্যে আসবে। ২৩৫টি ট্রেনের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown 4.0| বাংলায় নাইট কার্ফু নয়, তবে সন্ধের পর মুক্তমনে বাড়িতেই থাকুন : মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল