TRENDING:

Unlock 2: বদলাল নাইট কার্ফুর সময়, ১ জুলাই থেকে কী কী খুলছে দেখে নিন

Last Updated:

৩১ জুলাই পর্যন্ত সমস্ত কন্টেইনমেন্ট জোনে লকডাউন, আনলক 2 নির্দেশিকা জারি করল কেন্দ্র ৷ বুধবার অর্থাৎ পয়লা জুলাই থেকে হবে জারি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা সংক্রমণের মোকাবিলায় জারি রইল লকডাউন ৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়াই জারি রেখেই শুরু আনলক ২ ৷ সংক্রমণ রোখার প্রচেষ্টার সঙ্গেই এবার জনজীবনকে আরও স্বাভাবিক ছন্দে ফেরাতে আনলক ২-এর নির্দেশিকা জারি কেন্দ্রের ৷
advertisement

৩১ জুলাই পর্যন্ত সমস্ত কন্টেইনমেন্ট জোনে চলবে লকডাউন ৷ আনলকের দ্বিতীয় পর্যায়ে বদলে গিয়েছে নাইট কার্ফুর সময় ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, ১ জুলাই থেকে রাত ১০ টা থেকে ভোর পাঁচটা অবধি এই কার্ফু জারি থাকবে। শর্তসাপেক্ষে এতে ছাড় পাবেন শিফটিং অথবা নাইট শিফটে কাজ করা অফিস কর্মীরা ও নিত্য প্রয়োজনীয় পরিষেবা ও দ্রব্য পরিবহণের কাজে যুক্ত থাকা ব্যক্তিরা ৷ তবে নাইট কার্ফু চলাকালীন কোনও কারখানা বা সংস্থা খোলা রাখা যাবে না ৷ রাজ্য সড়ক ও জাতীয় সড়ক সহ সমস্ত রাস্তাতেই বন্ধ থাকবে গাড়ি চলাচল ৷

advertisement

এই পর্যায়েও বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ তবে অনলাইন ও ডিস্টেন্স এডুকেশন চলবে। স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া কোনও বিমান চলবে না ৷ বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা ৷ তবে ঘরোয়া বিমান চলাচল বা বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলতে থাকবে। চলবে না ট্রেন, মেট্রো রেলও ৷ শুধুমাত্র চালানো হবে স্পেশাল ও শ্রমিক স্পেশাল ট্রেন ৷ আপাতত খোলার সম্ভাবনা নেই সিনেমা হল, জিম ও সুইমিং পুল ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, সামাজিক, রাজনৈতিক, বিনোদন, শিক্ষামূলক, যেকোনও ধরনের সমাবেশে জারি থাকছে নিষেধাজ্ঞা ৷ ৩১ জুলাইয়ের মধ্যে এরকম কোনও জমায়েত করা যাবে না ৷

advertisement

আনলক ২ নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মধ্যে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য বা যাত্রী পরিবহণে কোনও বাধা নেই ৷ এর জন্য কোনও ই-পারমিট নেওয়ার প্রয়োজন নেই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্দেশিকায় স্পষ্টভাবে ৬৫ বছরের বেশি বয়সী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের নীচের শিশুদের একান্তই কোনও প্রয়োজন বা জরুরি কারণ ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 2: বদলাল নাইট কার্ফুর সময়, ১ জুলাই থেকে কী কী খুলছে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল