TRENDING:

শিগগিরই চালু হবে গণপরিবহণ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির

Last Updated:

একই সঙ্গে বিনিয়োগকারী এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্তদের এই মহামারির জেরে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব আরও জোরালো করার পরামর্শ দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সামাজিক দূরত্ব বজায় রেখেই কীভাবে গণপরিবহণ ব্যবস্থা চালু করা যায়, তা ঠিক করতে গাইডলাইন তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি৷ তিনি জানিয়েছেন, খুব শিগগিরই গণপরিবহণ ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
advertisement

এ দিন বাস এবং কার অপারেটর্স কনফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যদেরল ভিডিও বার্তায় এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় হাইওয়ে, সড়ক পরিবহণ ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রী গডকড়ি৷ তিনি বলেন, 'খুব শিগগিরই গণপরিবহণ ব্যবস্থা চালু হবে৷ এর জন্য গাইডলাইনও থাকবে৷'

গড়কড়ি দাবি করেন, হাইওয়ে খুললে এবং গণপরিবহণ ব্যবস্থা চালু হলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতা মেনে করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে মানুষ অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন৷ এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারির কারণে গমপরিবহণ ক্ষেত্রও যে সঙ্কটের মুখে পড়েছে, তা থেকে তাদের বের করে আনার বিষয়েও ভাবনাচিন্তা করছে সরকার৷ তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে৷ তাঁরা দু' জনেই এই কঠিন পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে বের করে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন৷

advertisement

একই সঙ্গে বিনিয়োগকারী এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্তদের এই মহামারির জেরে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব আরও জোরালো করার পরামর্শ দেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই গ্রিন জোনগুলিতে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে শর্তসাপেক্ষে বাস চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ শর্তসাপেক্ষে কিছু ক্ষেত্রে অ্যাপ চলারও অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্তু গণপরিবহণ ব্যবস্থা এখনও কার্যত স্তব্ধই হয়ে রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শিগগিরই চালু হবে গণপরিবহণ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল