TRENDING:

Covid-19 Vaccine: Pfizer -র ভ্যাকসিন নিয়ে মৃত্যু, হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে ‘এই’ কাণ্ড

Last Updated:

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুইন্সল্যান্ড: নিউজিল্যান্ডে সোমবার ফাইজারের করোনা ভ্যাকসিন  (Pfizer COVID-19 Vaccine) নেওয়ার পর এক মহিলার মৃত্যু হয়েছে৷ দাবি করা হচ্ছে ভ্যাকসিনের সাইড এফেক্টেই মহিলার জীবনহাণি হয়েছে৷ সেখানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে এই ঘটনার পর সরকার কোভিড ১৯ ভ্যাকসিন নিয়ে বিশেষ সুরক্ষা নজরদারি বোর্ড গঠন করেছে৷ এই বোর্ড মেনেছে ভদ্রমহিলার মৃত্যু ভ্যাকসিনের সাইড এফেক্ট থেকেই আছে৷ এখনও অবধি মহিলার বয়স বলা হয়নি৷
advertisement

বিবৃতিতে বলা হয়েছে বোর্ড মেনে নিয়েছে মৃত্যু মায়োকার্ডিটিসের কারণে হয়েছে৷ ফাইজারের ভ্যাকিসন নিয়ে এরকম সাইড এফেক্ট খুব কম লোকের হয়েছে৷ মায়োকার্ডিটিসের কারণে হৃদয়ের মাংসপেশীতে কষ্ট শুরু হয়৷  এতে ব্লাডক্লট হয়ে হার্টে পাম্প করার ক্ষমতা কমে যায়৷ ফলে হার্টবিটের স্পিড নষ্ট হয়ে যায় তার থেকে মৃত্যু অবধি হতে পারে৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে , নিউজিল্যান্ডে প্রথম এইরকম মামলা সামনে এসেছে যেখানে টীকাকরণের পরে মৃত্যুর ঘটনায় ফাইজার ভ্যাকসিনকে দায়ি করা হয়েছে৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ি এই প্রেক্ষিতে ফাইজার এখনও কোনও জবাব দেয়নি৷ ফাইজার করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার ভ্যাকসিন৷ এই ভ্যাকসিন ১২ বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত৷ আমেরিকাতে এখনও অবধি এই  ভ্যাকসিন নেওয়ার পর কারোর মৃত্যু ঘটেনি৷

advertisement

পরীক্ষার দরুণ স্বতন্ত্র বোর্ড জানিয়েছে মায়োকার্ডিটিস সম্ভবত টীকাকরণের কারণেই হয়েছে৷ এছাড়াও বোর্ড জানিয়েছে ওই মহিলার অন্য কোনও সমস্যাও থাকতে পারে৷ ভ্যাকসিন নেওয়ার কারণে এই বেড়ে গেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে ফাইজার ভ্যাকসিনের কারণে করোনা থেকে বাঁচতে অনেকের সাহায্য হয়েছে৷ কিন্তু নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে৷ ৬ মাসে করোনার একটিও কেস আসেনি কিন্তু সোমবার একদিনে নতুন ৫৩ টি কেস এসেছে, বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৬২৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid-19 Vaccine: Pfizer -র ভ্যাকসিন নিয়ে মৃত্যু, হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে ‘এই’ কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল