বিবৃতিতে বলা হয়েছে বোর্ড মেনে নিয়েছে মৃত্যু মায়োকার্ডিটিসের কারণে হয়েছে৷ ফাইজারের ভ্যাকিসন নিয়ে এরকম সাইড এফেক্ট খুব কম লোকের হয়েছে৷ মায়োকার্ডিটিসের কারণে হৃদয়ের মাংসপেশীতে কষ্ট শুরু হয়৷ এতে ব্লাডক্লট হয়ে হার্টে পাম্প করার ক্ষমতা কমে যায়৷ ফলে হার্টবিটের স্পিড নষ্ট হয়ে যায় তার থেকে মৃত্যু অবধি হতে পারে৷
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে , নিউজিল্যান্ডে প্রথম এইরকম মামলা সামনে এসেছে যেখানে টীকাকরণের পরে মৃত্যুর ঘটনায় ফাইজার ভ্যাকসিনকে দায়ি করা হয়েছে৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ি এই প্রেক্ষিতে ফাইজার এখনও কোনও জবাব দেয়নি৷ ফাইজার করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার ভ্যাকসিন৷ এই ভ্যাকসিন ১২ বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত৷ আমেরিকাতে এখনও অবধি এই ভ্যাকসিন নেওয়ার পর কারোর মৃত্যু ঘটেনি৷
advertisement
পরীক্ষার দরুণ স্বতন্ত্র বোর্ড জানিয়েছে মায়োকার্ডিটিস সম্ভবত টীকাকরণের কারণেই হয়েছে৷ এছাড়াও বোর্ড জানিয়েছে ওই মহিলার অন্য কোনও সমস্যাও থাকতে পারে৷ ভ্যাকসিন নেওয়ার কারণে এই বেড়ে গেছে৷
সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে ফাইজার ভ্যাকসিনের কারণে করোনা থেকে বাঁচতে অনেকের সাহায্য হয়েছে৷ কিন্তু নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে৷ ৬ মাসে করোনার একটিও কেস আসেনি কিন্তু সোমবার একদিনে নতুন ৫৩ টি কেস এসেছে, বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫৬২৷