করোনা মোকাবিলায় সরকারের সাহায্যে বিভিন্ন কর্পোরেট সংস্থাই এখনও পর্যন্ত এগিয়ে এসেছে ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি রাজ্য সরকারগুলির করোনা রিলিফ ফান্ডেও বিপুল অঙ্কের অর্থ অনুদানের কথা ঘোষণা করেছে দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থাই ৷ এই কাজে পিছিয়ে নেই Nestlé India-ও ৷ এই ভয়ঙ্কর কোভিড-১৯ ক্রাইসিসে দেশকে সাহায্য করতে সবরকম ভাবে তৈরি বলে সংস্থার পক্ষ থেকে আবারও জানানো হয়েছে ৷ গরীব-দুঃস্থদের জন্য ১৫ কোটি টাকা অর্থসাহায্যের কথা আগেই ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফে ৷ এই কাজে দেশের প্রথমসারির বিভিন্ন এনজিও-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে নেসলে ৷ যাতে মুদি সামগ্রী, ওষুধপত্র সবার কাছে পৌঁছনো সম্ভব হয় ৷ বিভিন্ন ওষুধের সরঞ্জাম এবং পিপিই পোশাক কেনার জন্যও নারায়ণা রুদায়লায় ফাউন্ডেশনকে দিয়েছে সংস্থা ৷ শুধু তাই নয়, করোনা মোকাবিলায় সাহায্য করতে এগিয়ে এসেছে নেসলে ইন্ডিয়ার কর্মীরাও ৷ “Employee voluntary contribution program” মারফত ভারতীয় রেড ক্রস সোসাইটির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন নেসলে ইন্ডিয়ার কর্মীরা ৷ এর পাশাপাশি ‘নেসলে সুরক্ষা’ প্রোগ্রামও চালু করা হয়েছে সংস্থার তরফে ৷ কোম্পানির সেলস ইনসেনটিভসের ১০০ শতাংশ দান করা হবে কোভিড-১৯ মোকাবিলায় ৷
advertisement