TRENDING:

Covid 19 Third Wave: মাত্র পাঁচ দিনে করোনা আক্রান্ত প্রায় দুশো শিশু, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বেঙ্গালুরু

Last Updated:

বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ৯ বছরের নীচে ১০৬টি শিশুর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে (Covid 19 Third Wave)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: মাত্র পাঁচ দিনে করোনায় আক্রান্ত হল ১৯ বছরের কম বয়সি ২৪২ জন৷ এদের মধ্যে ১০৬ জনেরই বয়স ৯ বছরের নীচে৷ এমনই ভয়ের তথ্য উঠে এলো বেঙ্গালুরু থেকে৷ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি৷ বেঙ্গালুরুর থেকে যে তথ্য উঠে এসেছে, তাতে সেই বিপদের আশঙ্কা আরও বাড়ল৷ বিশেষজ্ঞদের অনেকে এমনও বলছেন, ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে৷
advertisement

বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ৯ বছরের নীচে ১০৬টি শিশুর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে৷ অন্যদিকে ৯ থেকে ১৯ বছরের মধ্যে ১৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে৷ বেঙ্গালুরু পুরসভার স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে, আগামী কয়েক দিনে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে৷

স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, 'আগামী কয়েক দিনে এই সংখ্যাটা আরও তিন গুণ বাড়তে পারে৷ আমরা বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছি৷' এই অবস্থায় শিশুদের বাড়িতে রাখাই সবথেকে নিরাপদ বলে পরামর্শ দিয়েছেন ওই আধিকারিক৷ প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নয় বলেও সাবধান করেছেন তিনি৷

advertisement

ইতিমধ্যেই কর্ণাটকে ফের একবার সপ্তাহান্তে কারফিউ ঘোষণা করা হয়েছে৷ কেরল, মহারাষ্ট্র সীমান্তেও গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ একমাত্র যাঁদের কাছে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকছে, তাঁদেরই কর্ণাটকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত প্রায় একমাস ধরে কর্ণাটকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের আশেপাশে থাকছে৷ সূত্রের খবর, আগামী ১৬ অগাস্ট থেকে কর্ণাটকে ফের একবার আংশিক লকডাউন শুরু হতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Third Wave: মাত্র পাঁচ দিনে করোনা আক্রান্ত প্রায় দুশো শিশু, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বেঙ্গালুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল