TRENDING:

Nayna Banerjee On Fake IAS : 'ফলকে' ভুয়ো IAS 'দেবাঞ্জনের' সঙ্গে নাম! 'লোকটাকে চিনিই না' FIR দায়ের করে বললেন নয়না...

Last Updated:

তালতলার এক রবীন্দ্রমূর্তির ফলকে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay), নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay), তাপস রায় (Tapas Roy), অতীন ঘোষ (Atin Ghosh), ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেবাঞ্জনেরও নাম দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

বিষয়টি প্রকাশ্যে আসার পরে রাজ্যের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee) তালতলা থানায় FIR দায়ের করেছেন। তাঁর কথায়, 'ত্রিপুরা শংকর শাস্ত্রী লাইব্রেরির বাইরে যে ফলক রয়েছে, তাতে আমার নামের সঙ্গে ভুয়ো টিকাকাণ্ডে (Kasba Fake Vaccine camp) জড়িত ব্যক্তির নাম (Debanjan Deb) দেখে আমি অবাক হয়ে গিয়েছি। কারা ওই অনুষ্ঠানের আয়োজন ছিলেন, ওই লাইব্রেরির প্রেসিডেন্ট কে এগুলি জানা অত্যন্ত জরুরি। আমি আদৌ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। কারা অনুমতি না নিয়ে আমার নাম ব্যবহার করল তা খতিয়ে দেখা হোক।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভুয়ো আই এ এস দেবাঞ্জন দেব প্রসঙ্গে শুক্রবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নয়না। তিনি সাফ বলেন, 'আমি ভদ্রলোককে চিনিই না। আমার নাম জড়িয়ে এসব করেছে। আমি তাই অভিযোগ দায়ের করেছি। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। ইনি কে সেটাই আমি জানিনা। আমার নাম এসেছে। দায়িত্বশীল নাগরিক হিসাবে আমার যা কাজ করার আমি করেছি। কবে এটা হয়েছিল আমি জানি না। আমার নাম নিয়ে যদি এসব কেউ করে আমি তার মধ্যে ঢুকব না। ভ্যাকসিন নিয়ে একটা মহামারী চলছে। সেই স্ক্যামে আমার নাম জড়াক আমি চাই না। আমার নাম কে কোথায় খোদাই করছে, ছাপছে এটা কি করে জানব বলুন। আমি এফ আই আর করেছি।'

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Nayna Banerjee On Fake IAS : 'ফলকে' ভুয়ো IAS 'দেবাঞ্জনের' সঙ্গে নাম! 'লোকটাকে চিনিই না' FIR দায়ের করে বললেন নয়না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল