TRENDING:

Narendra Modi on COVID19: চোখ ছল ছল মোদির, কথা বলতে গিয়ে ধরে এল গলা! মৃতদের প্রতি শ্রদ্ধা, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

Last Updated:

স্বাস্থ্যকর্মীদের (Modi meets health workers)সঙ্গে কথা বলতে বলতে এভাবে আবেগতাড়িত হয়ে পড়েন মোদি (Narendra Modi Chokes)৷ মনে করিয়ে দেন নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসের কথা (Narendra Modi on Black fungus)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনলাইন বৈঠকে গলা ধরে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)৷ ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কোনওভাবে নিজেকে সামলে নিলেন৷ চোখ ছল ছল নরেন্দ্র মোদির৷ দেশের বহু চিকিৎসক ও প্রথম সারি যোদ্ধাদের করোনার দ্বিতীয় ঢেউয়ে(coronavirus second wave Narendra Modi) হারিয়ে তিনি খুবই ব্যথিত৷ আর সেই আবেগ উঠে এল বারাণসির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনলাইন একটি বৈঠক করেন উত্তরপ্রদেশের বারাণসির (Narendra Modi online meeting Varanasi Doctors) ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ ও অন্যান্য প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে৷ তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মোদির চোখ জলে ভরে ওঠে৷ "এই ভাইরাস আমাদের বহু প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে৷ যাঁরা করোনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই৷ যাঁরা আপনজনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা৷" স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এভাবে আবেগতাড়িত হয়ে পড়েন মোদি (Narendra Modi Emotional)৷
advertisement

এদিনের বৈঠকে কাশিবাসী (Kashiwasi health workers meet Modi)সব ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালকের কাজের প্রশংসা করেন তিনি৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে এভাবেই স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের একপ্রকার উৎসাহ দেন প্রধানমন্ত্রী মোদি৷ চোখে জল নিয়েই, ধরা গলায় সকলকে ধন্যবাদ জানান তিনি৷

তবে এখানেই শেষ নয়৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই নতুন চ্যালেঞ্জ হিবেসে (Narendra Modi says new challenge Black Fungus)উঠে এসেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক৷ সেই কথাও অভিভাবকের মতো স্মরণ করিয়ে দেন মোদি৷ তিনি বলেন করোনার সঙ্গে লড়াইয়ের মাঝেই নতুন দোসর ব্ল্যাক ফাঙ্গাস৷ এর সঙ্গেও আমাদের কোমর বেঁধে লড়তে হবে৷ সেই জন্য সঠিক প্রস্তুতি ও চিকিৎসা প্রয়োজন৷ তিনি মেনে নেন যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে স্বাস্থ্য ব্যবস্থা খুবই চাপের মধ্যে রয়েছে৷ প্রতিনিয়ত লড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ তাঁর মতে অন্যান্য দিক থেকেও এই রোগের মোকাবিলা করতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন
আরও দেখুন

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতেই যখন হিমসিম চিকিৎসকরা, তখনই অত্যন্ত দ্রুত বিস্তার করছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। দেশের বিভিন্ন প্রান্তেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস । ইতিমধ্যেই ১০টি রাজ্য এর শিকার৷ গুজরাত থেকে রাজস্থান, এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহ মাত্রা নিচ্ছে। এইমস (AIIMS, Delhi)র পক্ষ থেকে নয়া গাইডলাইন জারি করা হয়েছে । কী করে বুঝবেন আপনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত? উপসর্গ কী কী ? তার উপশম হবে কীভাবে এই নিয়েই বিস্তারিত জানানো হয়েছে এই নির্দেশিকায়।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi on COVID19: চোখ ছল ছল মোদির, কথা বলতে গিয়ে ধরে এল গলা! মৃতদের প্রতি শ্রদ্ধা, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল