এদিনের বৈঠকে কাশিবাসী (Kashiwasi health workers meet Modi)সব ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালকের কাজের প্রশংসা করেন তিনি৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে এভাবেই স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে তাঁদের একপ্রকার উৎসাহ দেন প্রধানমন্ত্রী মোদি৷ চোখে জল নিয়েই, ধরা গলায় সকলকে ধন্যবাদ জানান তিনি৷
তবে এখানেই শেষ নয়৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই নতুন চ্যালেঞ্জ হিবেসে (Narendra Modi says new challenge Black Fungus)উঠে এসেছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক৷ সেই কথাও অভিভাবকের মতো স্মরণ করিয়ে দেন মোদি৷ তিনি বলেন করোনার সঙ্গে লড়াইয়ের মাঝেই নতুন দোসর ব্ল্যাক ফাঙ্গাস৷ এর সঙ্গেও আমাদের কোমর বেঁধে লড়তে হবে৷ সেই জন্য সঠিক প্রস্তুতি ও চিকিৎসা প্রয়োজন৷ তিনি মেনে নেন যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে স্বাস্থ্য ব্যবস্থা খুবই চাপের মধ্যে রয়েছে৷ প্রতিনিয়ত লড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ তাঁর মতে অন্যান্য দিক থেকেও এই রোগের মোকাবিলা করতে হবে৷
advertisement
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতেই যখন হিমসিম চিকিৎসকরা, তখনই অত্যন্ত দ্রুত বিস্তার করছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। দেশের বিভিন্ন প্রান্তেই ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস । ইতিমধ্যেই ১০টি রাজ্য এর শিকার৷ গুজরাত থেকে রাজস্থান, এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহ মাত্রা নিচ্ছে। এইমস (AIIMS, Delhi)র পক্ষ থেকে নয়া গাইডলাইন জারি করা হয়েছে । কী করে বুঝবেন আপনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত? উপসর্গ কী কী ? তার উপশম হবে কীভাবে এই নিয়েই বিস্তারিত জানানো হয়েছে এই নির্দেশিকায়।
