TRENDING:

Narendra Modi: ঠেকাতেই হবে করোনার তৃতীয় ঢেউ, টিকাকরণে গতি বাড়াতে নির্দেশ মোদির

Last Updated:

সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) কোনওভাবে আছড়ে না পড়তে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যে কোনও মূল্যে দেশে করোনা তৃতীয় ঢেউ আটকাতে হবে৷ এ দিন করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের এই নির্দেশই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এই লক্ষ্যে সফল হওয়ার জন্য টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement

সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করোনার তৃতীয় ঢেউ কোনওভাবে আছড়ে না পড়তে পারে৷ এর জন্য যুদ্ধকালীন পরিস্থিতি টিকাকরণ চালিয়ে নিয়ে যাওয়া এবং করোনা রুখতে প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷

করোনা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি এই বৈঠকে বেশ কয়েকটি মন্ত্রকের কাজকর্ম নিয়েও আলোচনা হয় বলে খবর৷ জানা গিয়েছে, বৈঠকে মোদি বলেন, 'যে প্রকল্পই হাতে নেওয়া হোক না কেন সেগুলি যাতে যথাযথ ভাবে শেষ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷'

advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহেই বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দফতরগুলির পূর্ণ মন্ত্রী এবং প্রতি মন্ত্রীদের আলাদা আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠকগুলি হয়েছিল৷ অধিকাংশ বৈঠকেই হাজির ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশের বিভিন্ন অংশ থেকে এখনও মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়া নিয়ে আপত্তির খবর আসছে৷ নানা ধরনের ভ্রান্ত ধারণা থেকে তৈরি হওয়া আশঙ্কাই এর মূল কারণ৷ ভ্যাকসিন নিয়ে এই সংশয় দূর করতেই গত রবিবার মন কী বাত অনুষ্ঠানে নিজের মায়ের উদাহরণ দেন প্রধানমন্ত্রী৷ একশো বছরের কাছাকাছি বয়স হলেও ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছেন প্রধানমন্ত্রীর মা হিরাবেন মোদি৷ নিজের মায়ের উদাহরণ দিয়ে মানুষকে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের উপরে আস্থা রাখতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi: ঠেকাতেই হবে করোনার তৃতীয় ঢেউ, টিকাকরণে গতি বাড়াতে নির্দেশ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল