TRENDING:

Narendra Modi: নজরে তৃতীয় ঢেউ, দ্রুত ১৫০০ অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ করতে নির্দেশ মোদির

Last Updated:

করোনার (Coronavirus) তৃতীয় ধাক্কার মোকাবিলায় প্রস্ততি কতটা রয়েছে, তার পর্যালোচোনায় এ দিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: করোনার তৃতীয় ঢেউ রুখতে মরিয়া কেন্দ্রীয় সরকার৷ করোনার দ্বিতীয় ধাক্কার সময়ই দেশে অক্সিজেনের আকাল প্রকট হয়েছিল৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যাতে সেই সঙ্কট এড়ানো যায়, তা নিশ্চিত করতে গোটা দেশে দ্রুত ১৫০০ অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শেষ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

করোনার তৃতীয় ধাক্কার মোকাবিলায় প্রস্ততি কতটা রয়েছে, তার পর্যালোচোনায় এ দিন উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই সরকারি আধিকারিকরা তাঁকে জানান, গোটা দেশে দেড় হাজার পিএসএ অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে৷ যা থেকে চার লক্ষ বেডে অক্সিজেন সরবরাহ করা যাবে৷ এই দেড় হাজার অক্সিজেন প্ল্যান্টের কাজই যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখেই দ্রুত অক্সিজেন প্ল্যান্টগুলি তৈরির পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী৷

advertisement

নরেন্দ্র মোদি ছাড়াও তাঁর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব এবং আবাসন মন্ত্রকের সচিব উপস্থিত ছিলেন৷ শুধু অক্সিজেন প্ল্যান্ট তৈরি করাই নয়, কীভাবে সেগুলি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে,

হাসপাতালের কর্মীদের সেই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার উপরেও প্রধানমন্ত্রী জোর দেন বলে সূত্রের খবর৷ প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানানো হয়, গোটা দেশে প্রায় ৮০০০ জনকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে৷ কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, বিশেষজ্ঞদের পরামর্শেই তা চূড়ান্ত করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

এর পাশাপাশি তৈরি হওয়ার প্ল্যান্টগুলি সঠিক ভাবে কাজ করছে কিনা, ইন্টারনেট অফ থিংগস বা আইওটি প্রযুক্তি কাজে লাগিয়ে তার উপর প্রতিনিয়ত নজর রাখার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi: নজরে তৃতীয় ঢেউ, দ্রুত ১৫০০ অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ করতে নির্দেশ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল