TRENDING:

পেট্রোলে ৬ টাকা, ডিজেলে ৫ টাকা, একধাক্কায় দাম বাড়িয়ে দিল ভারতের এই রাজ্য

Last Updated:

এই পরিস্থিতি গত ১৬ মার্চের পর থেকে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগাল্যান্ড: আর্থিক মন্দার জেরে বিশ্বজুড়ে কমছে অপরিশোধিত তেলের দাম৷ এই পরিস্থিতিতে লকডাউন উঠলে ভারতে পেট্রোল- ডিজেলের দাম কমবে বলে অনেকেই আশা করেছিলেন৷ কিন্তু দাম কমা দূরে থাক, উল্টে একধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম লিটারপিছু ৬ টাকা এবং ৫ টাকা করে বাড়িয়ে দিল নাগাল্যান্ড সরকার৷ উত্তর পূর্বের রাজ্যটির দেখাদেখি দেশের অন্যান্য রাজ্যেরও একই পথে হাঁটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement

আসলে পেট্রোল এবং ডিজেলের দামের উপরে কোভিড সেস বসানোর সিদ্ধান্ত নিয়ে নাগাল্যান্ড সরকার৷ মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে৷ রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এবং ফিনান্স কমিশনার সেন্টিয়াঙ্গার ইমচেন৷

আসলে লকডাউনের জেরে সব রাজ্যেরই আয় তলানিতে এসে ঠেকেছে৷ সেই ঘাটতি পূরণ করতেই নাগাল্যান্ড সরকারের পক্ষ থেকে পেট্রোলিয়ামজাত পণ্যের উপরে অতিরিক্ত সেস বসানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কুড়ি ডলারের নীচে নেমে গিয়েছে৷ এই পরিস্থিতি গত ১৬ মার্চের পর থেকে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷ শুধুমাত্র মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মতো কয়েকটি রাজ্য এ মাসের শুরু থেকে পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু ভ্যাট এক থেকে দেড় টাকা পর্যন্ত বৃদ্ধি করেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পেট্রোলে ৬ টাকা, ডিজেলে ৫ টাকা, একধাক্কায় দাম বাড়িয়ে দিল ভারতের এই রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল