TRENDING:

‘তুমি করোনা যোদ্ধা,তুমি আমায় গর্বিত করেছ’ কর্ণাটকে দ্বিতীয় প্লাজমাদাতা হলেন নাফিসার ভাইঝি

Last Updated:

করোনা আক্রান্ত হওয়ার সেরে উঠেছেন, এবার দিলেন প্লাজমা যাতে বাকিরাও হয়ে উঠতে পারে সুস্থ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  প্রবীন বলিউড অভিনেত্রী নাফিসা আলি যিনি নিজে একজন ক্যান্সারজয়ী তাঁর পরিবারে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস ৷ নাফিসার ভাইঝি আক্রান্ত হয়েছিলেন কোভিড ১৯ এ৷ তবে ভালো খবর তিনি করোনা যুদ্ধে জিতে ফিরে এসেছেন ৷ পাশাপাশি আরও একটা সুখবর দিয়েছেন নাফিসা আলি ৷ এই মুহূর্তে করোনা চিকিৎসার জন্য চিকিৎসকরা প্লাজমা থেরাপির ওপর জোর দিচ্ছেন ৷ আর সেই প্লাজমা থেরাপির জন্য প্লাজমা দিলেন নাফিসার ভাইঝি দিয়া নাইডু ৷
advertisement

নিজের সোশ্যাল হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘ দিয়া নাইডু, আমার ভাইঝি একজন কোভিড ১৯ হিরো ৷ ও নিজের প্লাজমা দিয়ে বাড়ি ফিরে এসেছে ৷ এটা এখন তরল সোনা এই মূল্যবান জিনিসটা এখন জীবন বাঁচাবে ৷ ’

৬৩ বছরের অভিনেত্রী অনুরোধ করেছেন তাঁর সমস্ত অনুরাগীরা যেন এই পোস্টটি পড়েন ৷ দিয়া নাইডু-র পোস্টটি পড়তে বলেছেন তিনি ৷ ওর নিজের অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন নিজের পাতায় তিনি লিখেছেন প্লাজমা দিয়ে কেমন লাগছে ৷ এই মুহূর্তের এটাই সবচেয়ে বড় চাহিদা ৷ জীবন বাঁচাতে সাহায্য করুন ৷

advertisement

বেঙ্গালুরুতে বসবাসকারী দিব্যা নাইডু একজন নৃত্যশিল্পী পাশাপাশি কোরিওগ্রাফার ৷ কর্ণাটকে প্লাজমা দানকারী তিনি দ্বিতীয় ব্যক্তি ৷ নিজের ভাইঝির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানিয়েছেন , ‘ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার সাহসী সন্তান ৷ একজন কোভিড ১৯ জয়ী নিজের প্লাজমা দিতে রাজি হয়েছেন ৷ আরও সিরিয়াস কোভিড ১৯ আক্রান্ত রোগিদের সেরে উঠতে যেটা সাহা়য্য করবে ৷ ’

প্লাজমা দেওয়ার সময় ঠিক কী করতে হয় বা কী অনুভূতি হয় সব কিছু বিবরণ দিয়েছেন দিব্যা ৷ যা অনুপ্রাণিত করবে অনেক অনেক করোনা আক্রান্তকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘তুমি করোনা যোদ্ধা,তুমি আমায় গর্বিত করেছ’ কর্ণাটকে দ্বিতীয় প্লাজমাদাতা হলেন নাফিসার ভাইঝি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল