নিজের সোশ্যাল হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘ দিয়া নাইডু, আমার ভাইঝি একজন কোভিড ১৯ হিরো ৷ ও নিজের প্লাজমা দিয়ে বাড়ি ফিরে এসেছে ৷ এটা এখন তরল সোনা এই মূল্যবান জিনিসটা এখন জীবন বাঁচাবে ৷ ’
৬৩ বছরের অভিনেত্রী অনুরোধ করেছেন তাঁর সমস্ত অনুরাগীরা যেন এই পোস্টটি পড়েন ৷ দিয়া নাইডু-র পোস্টটি পড়তে বলেছেন তিনি ৷ ওর নিজের অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন নিজের পাতায় তিনি লিখেছেন প্লাজমা দিয়ে কেমন লাগছে ৷ এই মুহূর্তের এটাই সবচেয়ে বড় চাহিদা ৷ জীবন বাঁচাতে সাহায্য করুন ৷
advertisement
বেঙ্গালুরুতে বসবাসকারী দিব্যা নাইডু একজন নৃত্যশিল্পী পাশাপাশি কোরিওগ্রাফার ৷ কর্ণাটকে প্লাজমা দানকারী তিনি দ্বিতীয় ব্যক্তি ৷ নিজের ভাইঝির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানিয়েছেন , ‘ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার সাহসী সন্তান ৷ একজন কোভিড ১৯ জয়ী নিজের প্লাজমা দিতে রাজি হয়েছেন ৷ আরও সিরিয়াস কোভিড ১৯ আক্রান্ত রোগিদের সেরে উঠতে যেটা সাহা়য্য করবে ৷ ’
প্লাজমা দেওয়ার সময় ঠিক কী করতে হয় বা কী অনুভূতি হয় সব কিছু বিবরণ দিয়েছেন দিব্যা ৷ যা অনুপ্রাণিত করবে অনেক অনেক করোনা আক্রান্তকে ৷