ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা ৫৫ বছরের গ্যারি আন্ডারউড নামে এক ব্যক্তি প্রথমবার আকাশে এই আগুনের গোলা দেখতে পান৷ তিনিই সেই আগুনের গোলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ ওই ব্যক্তির দাবি ছিল, অতীতে আকাশে বিভিন্ন রকমের তারা দেখলেও ওই মুহূর্তে আকাশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল৷ তাঁর দাবি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনও জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷
advertisement
গ্যারি আন্ডারউড জানিয়েছেন, ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল৷ সেটির পিছনে একটি আগুনের ল্যাজ যেন তৈরি হয়েছিল৷ ওই আগুনের গোলা অবশ্য পৃথিবীর দিকে নেমে আসার কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়৷ মিনিট খানেক তা আকাশে দেখা যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর৷
তবে কেমব্রিজের মতো ফুটে ওঠা ওই বস্তুটি আসলে ঠিক কী, সে বিষয়ে এখনও কোনও বিশেষজ্ঞের মত মেলেনি৷ ফলে, নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছেই৷