মুম্বই কোভিড সংক্রমণ আটকাতেই এমন সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে পরিষেবা চালু করাতে সায় দিল রাজ্য সরকার। শুধু তা-ই নয়, সাধারণ বিমান পরিষেবার পাশাপাশি এ বার পণ্য পরিবহণও বাড়তে চলেছে। কারগো পরিষেবায় লাভের কারণে সংস্থাগুলি আরও বিমান বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বই বিমানবন্দরের এক কর্তা বলেন, "প্রাথমিক ভাবে সরকারের মনে হয়েছিল বিমান যাতায়াতের সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়বে। কিন্তু অবশেষে সরকারের মনোভাব পাল্টেছে, আমরা খুশি।" তিনি আরও বলেন, "আপাতত আমরা ৫০টি বিমান দিয়ে যাত্রা শুরু করছি। তবে টিকিটের চাহিদা বাড়লে উড়ানের সংখ্যাও বাড়বে।"
advertisement
দীর্ঘ দু'মাস পর গত ২৫মে থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে বিমাণ পরিষেবা। করোনা অতিমারির জেরে দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়েছিল গত ২৫ মার্চ থেকে। তবে এখন মূলত মেট্রো শহরগুলির মধ্যেই বেশি যোগাযোগ বেড়েছে। এ ছাড়াও বেশ কিছু বড় শহরের সঙ্গে মেট্রো শহরগুলির যোগাযোগও তৈরি হয়েছে। তবে বিমান পরিষেবা চালু হলেও এখনও তা পুরোমাত্রায় হয়নি। মাত্র 30% শতাংশ বিমান পরিষেবাই চালু হয়েছে।
Shalini Datta