দোকানদারের দাবি, তাঁর দোকানের শাটার বন্ধই ছিল ৷ কিন্তু এডিএম কোনও কথাই শোনেননি ৷ উনি চড় মারার পাশাপাশি এক পুলিশকর্মীও এসে লাঠির ঘা মারেন তাঁকে ৷ দোকানদারের আরো অভিযোগ, তাঁর কোনও কথাই শোনেননি পুলিশ ৷ এসেই মারতে শুরু করেন তারা ৷
advertisement
তবে দোকানদারের বিরুদ্ধে অভিযোগ সে রাজ্যে যখন করোনা কার্ফু চলছে ৷ তখন তার মধ্যেই নিজের জুতোর দোকান খোলা রেখেছিলেন ওই ব্যবসায়ী ৷ তাই এর জন্য উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়েছে ৷
Location :
First Published :
May 24, 2021 4:59 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Viral video: লকডাউনে জুতোর দোকান খোলা কেন? ব্যবসায়ীকে সপাটে চড় কষালেন এডিএম!
