দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১২ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৬২ জন। ঢাকায় এ পর্যন্ত মোট ১৮৫ জনের করোনাভাইরাস শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বয়স ষাটোর্ধ্ব ৷
advertisement
Location :
First Published :
Apr 09, 2020 4:09 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID-19: বাংলাদেশে হু হু করে বাড়ছে সংক্রমণ ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়
