স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬ জন৷ তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন৷ গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬৫ জন৷
রাজ্য সরকারের দাবি অনুযায়ী, দৈনিক গড়ে আড়াই হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ গত চব্বিশ ঘণ্টায় মোট ২৫৭০টি নমুনা পরীক্ষা হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩০১৪১৷
advertisement
স্বরাষ্ট্রসচিব এ দিন মনে করিয়ে দিয়েছেন, কলকাতা সহ গোটা রাজ্যের জন ঘনত্ব অত্যন্ত বেশি৷ সেই কারণে অতীতেও বিভিন্ন মহামারির ক্ষেত্রে কলকাতা বেশি ভুগেছে৷ তার মধ্যেও কলকাতা সহ গোটা রাজ্যেই লকডাউন যথেষ্ট ভাল ভাবেই মানা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রসচিব৷ ঝুঁকি নিয়ে কাজ করেও লকডাউনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশেরও প্রশংসা করেন তিনি৷
রাজ্য সরকারের তরফে এ দিনও দাবি করা হয়েছে, রাজ্যে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে৷ রাজ্যে মোট করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৮০৩৬টি বেড রয়েছে৷ ভেন্টিলেটর রয়েছে ৭১টি৷