সোমবারই মডার্নার টিকা ভারতে আমদানি করার জন্য ডিসিজিআই-এর কাছে আবেদন করেছিল সিপলা৷ ভারতে প্রথম একশোজন গ্রহিতার উপরে এই ভ্যাকসিনের কী প্রভাব, সাত দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে সিপলাকে৷ এর পরই এই ভ্যাকসিনের আরও বৃহত্তর ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে৷
মর্ডানার ভ্যাকসিনটি আরএনএ গোত্রের৷ অর্থাৎ শরীরের কোষগুলিকে করোনা ভাইরাস থেকে স্পাইক প্রোটিন তৈরি করতে সক্ষম করে তোলে এই ভ্যাকসিন৷ যার ফলে করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে৷
advertisement
মডার্নার মতো ফাইজারের ভ্যাকসিনও করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকরী৷ বিশ্বের অধিকাংশ ধনী দেশই করোনা প্রতিরোধে এই দুই ভ্যাকসিনের উপরেই ভরসা রেখেছে৷ এখনও পর্যন্ত প্রায় ১২ কোটি মার্কিন নাগরিককে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত কারও ক্ষেত্রেই কোনও সমস্যা হয়নি বলেই দাবি করা হচ্ছে৷ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন-এর তরফেও আরও বেশি সংখ্যক আরএনএ ভ্যাকসিন মজুত করা হচ্ছে৷ জাপানও জুন মাসের মধ্যেই অন্তত ১০ কোটি ফাইজারের ভ্যাকসিন মজুত করার লক্ষ্যমাত্রা নিয়েছে৷