সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, দুটো আলাদা আলাদা ভ্যাকসিন একজন মানুষের নেওয়া উচিৎ নয় ৷ এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে ৷ আর মানবদেহে দু’রকমের ভ্যাকসিন অনেক বেশি কার্যকর, এমন কোনও তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত মেলেনি ৷ তাই সেটা না করাই ভাল ৷ দু’রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ৷
মিশ্র টিকা করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী, তা নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। ভারতে এখনও এই বিষয়টা চালু হয়নি ৷ তবে আগামী দিনে মিশ্র টিকা ব্যবহারের সম্ভাবনা এ দেশেও থাকছে ৷ বিশ্বের অনেক বিজ্ঞানীরাই মনে করছেন, দু’রকমের ভ্যাকসিন নিলে তাতে লাভ বেশি ৷ কিন্তু এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্কই করছে হু ৷
advertisement
Location :
First Published :
July 13, 2021 6:46 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Mixing and matching Covid-19 vaccines: দু’বার দু’রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ! সতর্কবার্তা WHO-র
