TRENDING:

Mixing and matching Covid-19 vaccines: দু’বার দু’রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ! সতর্কবার্তা WHO-র

Last Updated:

WHO’s chief scientist Soumya Swaminathan: ভ্যাকসিনের ক্ষেত্রে এই ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ লাভজনক বলেই মনে করছেন একদল বিজ্ঞানী ৷ তবে এ ব্যাপারে সম্পূর্ণ আলাদা মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথনের। তিনিই এ ব্যাপারে সতর্কই করেছেন সবাইকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনার ভ্যাকসিন কোনটা সবচেয়ে কার্যকর, তা নিয়ে যেমন নানা রিপোর্ট রয়েছে ৷ তেমনি করোনাকে রুখতে মিশ্র ভ্যাকসিন বা দুটো আলাদা আলাদা সংস্থার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন বিজ্ঞানীরা ৷ ভ্যাকসিনের ক্ষেত্রে এই ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ লাভজনক বলেই মনে করছেন একদল বিজ্ঞানী ৷ তবে এ ব্যাপারে সম্পূর্ণ আলাদা মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র চিফ সায়েন্টিস্ট সৌম্যা স্বামীনাথনের। তিনিই এ ব্যাপারে সতর্কই করেছেন সবাইকে ৷
advertisement

সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, দুটো আলাদা আলাদা ভ্যাকসিন একজন মানুষের নেওয়া উচিৎ নয় ৷ এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে ৷ আর মানবদেহে দু’রকমের ভ্যাকসিন অনেক বেশি কার্যকর, এমন কোনও তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত মেলেনি ৷ তাই সেটা না করাই ভাল ৷ দু’রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিলুপ্তপ্রায় সেই পুতুল নাচের ডিমান্ড ফেরাতে অভিনব উদ্যোগ, আশাবাদী শিল্পীরা
আরও দেখুন

মিশ্র টিকা করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী, তা নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। ভারতে এখনও এই বিষয়টা চালু হয়নি ৷ তবে আগামী দিনে মিশ্র টিকা ব্যবহারের সম্ভাবনা এ দেশেও থাকছে ৷ বিশ্বের অনেক বিজ্ঞানীরাই মনে করছেন, দু’রকমের ভ্যাকসিন নিলে তাতে লাভ বেশি ৷ কিন্তু এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্কই করছে হু ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Mixing and matching Covid-19 vaccines: দু’বার দু’রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে ! সতর্কবার্তা WHO-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল