বর্ধমানের পূর্বস্থলীর বিধায়ক স্বপন দেবনাথের শরীরে করোনা সংক্রমণের কোনও উপসর্গ ছিল না। বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে তাঁকে কেবিনে ভর্তি করে, বুধবার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এবং ডায়াবেটিক বা সুগার বেশি থাকায় তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
advertisement
৭ দিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে স্বপন দেবনাথ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল থেকে বেরনোর সময় মন্ত্রী জানান, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি সুস্থ হয়েছেন।" এছাড়াও বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা পরিষেবার ভূয়সী প্রশংসা করেন তিনি। মন্ত্রী বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ব্যবহার অসাধারণ। প্রতিদিন সকলেই আমাকে মানসিক শক্তি, ভরসা দিয়েছে। করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। মানসিক জোর রাখাটাই সবথেকে বড় ব্যাপার।'
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আপাতত বাড়িতে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে মন্ত্রীকে। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো তিনি তাঁর কাজে যোগ দেবেন।
ABHIJIT CHANDA