শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘আনলক-৩’-এর গাইডলাইন্সগুলি দেশজুড়ে ২৯ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বৈধ ৷ এবং এই সময় কোনও ব্যক্তি বা পণ্যবাহী গাড়ি বা ট্রাক এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতে যাতে সমস্যায় না পড়ে, সেদিকটা নিশ্চিত হওয়া প্রয়োজন ৷
আন্তঃরাজ্য পণ্য পরিবহণ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেই নির্দেশিকায় তিনি জানিয়েছেন, আন্তঃরাজ্য পণ্য পরিবহণের ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আলাদা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারবে না।
advertisement
পণ্য পরিবহণে যাতে আর কোনও অসুবিধা না হয় তার জন্য বৈধ লাইসেন্স থাকলেই আন্তঃরাজ্য পণ্য পরিবহণ করা যাবে। আলাদাভাবে কোনও অনুমতি, ই-পারমিট নেওয়ার প্রযোজন নেই দেশের মধ্যে যাতায়াতের জন্য ৷ তা কেন্দ্রের তরফে এদিন স্পষ্ট করা হয়েছে ৷
Location :
First Published :
Aug 22, 2020 6:34 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 3: আন্তঃরাজ্য যাত্রী ও পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা নয়, নির্দেশ কেন্দ্রের
