এখানেই শেষ নয়, এই বাটার চিকেনের জন্য তিনি কড়া মাশুলও গুনেছেন কারণ মেলবোর্নে বৃহস্পতিবার থেকেই কড়া লক়ডাউন জারি হয়েছে করোনায় রাশ টানতে। ওই ব্যক্তি লকডাউন উপেক্ষা করে পুলিশের কাছে ধরা পড়ে ১৬৫২ ডলার ফাইনও দেন।
অস্ট্রেলিয় পুলিশের মতে, ছুটির দিনে মেলবোর্নের বাসিন্দাদের আটকাতে নাভিশ্বাস উঠেছে। অন্তত ৭৪ জনের থেকে ফাইন বাবদ টাকা নেওয়া হয়েছে।
advertisement
অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১১ হাজার ৮০০ মানুষ। কিন্তু যেহেতু ভিক্টোরিয়া উপত্যকায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে সেই কারণেই কড়া লকডাউনের পথে হেঁটেছে প্রশাসন।
Location :
First Published :
Jul 19, 2020 5:00 PM IST
