শিলিগুড়ির বিধাননগরে আজ ছিল মহিলাদের লুডো প্রতিযোগিতার ফাইনাল। লুডোর আসরেও প্রতিযোগীনীদের মুখে মাস্ক। মাস্ক পড়েই খেললেন। বিধাননগর শিউলি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই আসরে আজ প্রতিটি প্রতিযোগীনীর মুখে মাস্ক বেধে দেওয়া হয়। কিন্তু কেন? উদ্যোক্তা বাপন দাস জানান, দেশজুড়েই করোনা আতঙ্ক। আর পাশাপাশি বসে খেলা। সতর্কতা হিসেবেই এমনটা করা হয়েছে। আর এতে খুশী অংশগ্রহনকারীরাও। গত মাসের ১৯ তারিখ এই আসরের উদ্বোধন হয়। বিধাননগর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০০ জন মহিলা অংশ নেয়। এবছর দ্বিতীয় বর্ষে পা দিল এই লুডো প্রতিযোগিতা। গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন। সংসারের কাজকর্ম সামলে লুডো নিয়ে মেতে ওঠেন গ্রামের মহিলারা। প্রতিযোগিতাকে ঘিরে ছিল প্রবল উৎসাহ। টান টান লড়াইও হল! সেরা হয়েছেন জগন্নাথপুরের পিঙ্কি মণ্ডল। রানার্স হয়েছেন রবীন্দ্র পল্লির মৌমিতা পাল। তৃতীয় সেরার ট্রফি জিতেছেন ভিমবারের প্রিয়াঙ্কা দাস। চতুর্থ হয়েছেন মিলন পল্লির চম্পা পাল। সেরাদের পুরস্কারের পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হয়। মূলত স্বনির্ভর করে তুলতেই আর্থিক সহযোগিতা। লুডো নিয়ে গ্রামের মহিলাদের উৎসাহ, উদ্দীপনা দেখে অভিভূত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষও আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করায় খুশী উদ্যোক্তারা। এলাকার গৃহবধূ তনিমা ঘোষ, সুপ্রিয়া দাস, অনিতা মজুমদারেরা দাবী করেছেন এই লুডোর আসর যেন বন্ধ হয়ে না যায়। প্রতি বছরই ঘটা করে হয়। আর মাস্কের ব্যবহারের উদ্যোগেরও প্রশংসা করেন সকলে।
advertisement
PARTHA PRATIM SARKAR