আগামী ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন৷ এর পর লকডাউন নিয়ে রণকৌশল কী হবে, তা ঠিক করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লকডাউন নিয়ে রাজ্যগুলির মতামত শুক্রবারের মধ্যে জানাতে বলেছিলেন তিনি৷
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা, অসম লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষেই মত দিয়েছে৷ পাশাপাশি, বিহার, তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো কয়েকটি রাজ্য মে মাসের শেষ পর্যন্ত রেল এবং বিমান পরিষেবা চালু না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে৷ আগের মতোই পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে রাজ্যগুলি৷
advertisement
তবে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই বাস্তব পরিস্থিতির ভিত্তিতে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন নির্ধারণ করার ক্ষমতা দাবি করেছে৷ সূত্রের খবর, রাজ্যগুলির এই দাবিতে সম্ভবত সায় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি অরেঞ্জ এবং রেড জোনে জোড়- বিজোড় ফর্মুলায় মার্কেট থোলার অনুমতির বিষয়টি রাজ্যের উপরেই ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার৷ রেড জোনেও ই কমার্সের মাধ্যমে জরুরি নয় এমন পণ্যের ডেলিভারির অনুমতিও দেওয়া হতে পারে নতুন লকডাউনে৷