মরা মুরগি কুকুর টানাটানি করে নিয়ে যাচ্ছে লোকালয়ে, সকাল সকাল বাজের এই দৃশ্য দেখে গুজবের আগুন তখন ছড়িয়েছে আন্দুল ছাড়িয়ে মৌড়িগ্রাম সহ দক্ষিণ হাওড়া জুড়ে | এলাকার মুরগি ব্যবসায়ীদের থেকে জানা যায় প্রতিদিন গাড়ি করে বাজারে খুচরো বিক্রেতাদের কাছে মুরগি সরবরাহ করতে হুগলি, মেদিনীপুর থেকে ব্যবসায়ীরা আসেন , সেই গাড়ি গুলোতেও কিছু মুরগি মরা থাকে, তবে তার পরিমান এতো নয় এবং সেই গুলিকে এই ভাবে ফেলেও দেওয়া হয়না | খবর পেয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে | স্থানীয় কিছু ব্যবসায়ীদের দাবি করোনা আতঙ্কে বেশ কয়েকদিন যাবৎ মুরগি বিক্রি অনেকটাই কমেছে, খুচরো ব্যবসায়ীদের কাছে অনেক মাল জমতে শুরু করেছে, জমে তাহাকে মুরগির মৃত্যু হওয়ার কারণে সেই গুলিকে ফেলে দেওয়া হয়েছে| সরকার ও মুরগি বিক্রেতাদের তরফে মুরগি থেকে কোনও রকম করোনা ছড়াচ্ছে না এমন বিজ্ঞপ্তি দেওয়া হলেও মানুষের মন থেকে এই ভ্রান্ত ধারণা এখনো কাটেনি তারই মধ্যে রাস্তার ধরে মরা মুরগি পরে থাকায় সমস্যা আরও বাড়লো বলে দাবি ব্যবসায়ীদের | অন্যদিকে মরা মুরগি থেকে কাক ও কুকুরের মাধ্যমে এলাকায় ছড়াচ্ছে দূষণ |
advertisement
DEBASHISH CHAKRABORTY