দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া রাজ্যের শিক্ষামন্ত্রীও৷ তাঁর মতে বাকি থাকা বোর্ডের পরীক্ষা আর নেওয়া সম্ভব নয়৷ কারণ তাতে পরীক্ষার্থীদের জমায়েত হবে৷ তাই যতদিন না পর্যন্ত করোনার প্রকোপ কমে ততদিন এই পরীক্ষা সম্ভব নয়৷ কিন্তু তার জন্য তো গোটা শিক্ষাবর্ষ নষ্ট করা যায় না৷ একইভাবে তিনি সিলেবাস কমিয়ে দেওয়ার আর্জিও রেখেছে এই বৈঠকে৷ শুধু ক্লাসগুলির নয়, JEE, NEET-র জন্য তা কার্যকারী করা উচিৎ বলে তার মত৷
advertisement
তবে মনীশ সিসোদিয়ার বক্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷ অর্থাৎ পরীক্ষা হবে নাকি ইন্টারনাল মার্কস দেখে পাস করানো হবে, সেনিয়ে কোনও বক্তব্য মেলেনি কেন্দ্রের পক্ষ থেকে৷
যদিও এদিন বৈঠকে CBSC বোর্ডের উত্তরপত্র মূল্যায়নের কথা জানিয়ে দেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷ ২২টি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং ১৪টি রাজ্যের শিক্ষা সচিব এই বৈঠকে অংশ নেন৷ বৈঠকে জানানো হয় যেন কোনও করোনার প্রভাব কোন ছাত্রছাত্রীর ওপর সেভাবে না পড়ে৷ এবং পাশাপাশি বিকল্প শিক্ষাবর্ষের চিন্তাভাবনা করার কথাও বলা হয় বৈঠকে৷