TRENDING:

করোনার কোপ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে! অনলাইন অর্ডার দিয়েই মন ভরাতে হল আম প্রিয় বাঙালিকে

Last Updated:

করোনার কোপ ম্যাঙ্গো ফেস্টিভ্যালেও ! ষষ্ঠ আম উৎসব এবার অনলাইনে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: করোনার কোপ ম্যাঙ্গো ফেস্টিভ্যালেও ! ষষ্ঠ আম উৎসব এবার অনলাইনে ! করোনা মোকাবিলায় মূল দাওয়াই জন সমাগম এড়িয়ে চলা অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা ।  আর তাই জমায়েত এড়িয়েই নয়া কৌশলে ঘরে বসেই হল আম উৎসব ! এক মঞ্চে দেখা গেল না বাংলার সুস্বাদু আম ! ছিল না মালদার ফজলি বা হিমসাগর , মুর্শিদাবাদের স্বাদের আমও ।
advertisement

কিন্তু , তাতে কি আর উৎসব থেমে থাকে ! উদ্যোক্তারা 'জুম' অ্যাপের  মাধ্যমে অনলাইনে এবারের আম উৎসবের আয়োজন করে । যেখানে একযোগে অংশ নিয়েছিলেন আম চাষী থেকে আম ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা । যোগ দেন আম বিশেষজ্ঞ থেকে চেম্বার অব কমার্সের শিল্পপতিরা । টানা তিন ধরে চলে অনলাইন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ।

advertisement

চাষীরা নিজেদের আম বাগানে দাঁড়িয়ে অনলাইন ফেস্টিভ্যালে লাইভ দেখিয়েছে তাঁদের উৎপাদন করা সেরা আমের ডালি । জানিয়েছেন এবারের আমের ফলন কেমন হয়েছে ? লকডাউনের প্রভাব কতটা পড়েছে চাষে ?  বিশেষজ্ঞরা তাঁদের পরামর্শ দিয়েছেন প্রয়োজন মতো । শুধু তাই নয় , আলোচনা সভার পাশাপাশি স্কুল পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে । আম নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতাও হয়েছে । তবে সবই অনলাইনে । শুধু দেখা মেলেনি ক্রেতার ।

advertisement

প্রতি বছরই এই উৎসবের মধ্য দিয়ে কয়েক লাখ টাকা লেনদেন হত । এবারে রকমারি সুস্বাদু ল্যাঙরা, ফজলি, হিমসাগর আমের ডালি নিয়ে চাষীরা না আসায় ব্যবসা হয়নি । গত বছরেও প্রায় সাত লাখার টাকার আম কেনাবেচা হয়েছিল । উদ্যোক্তা কমিটির সদস্যা অভয়া বসু জানান, প্রথমে ভেবেছিলাম উৎসব হবে না । পরবর্তীতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎসবের আয়োজন করা সম্ভব হয়েছে । আর এক উদ্যোক্তা সংযুক্তা বসু বলেন , প্রথমবারে অনলাইনে উৎসবে ভাল সাড়া মিলেছে । চাষী থেকে ক্রেতা সকলেরই উৎসাহ লক্ষ্য করা গিয়েছে । সরাসরি আম বিক্রি না হলেও ক্রেতারা চাইলেই তাঁদের পছন্দের আম অর্ডার দিতে পারছেন । সেই সুযোগ করে দিয়েছে উদ্যোক্তারা । চাষীদের নাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া হয়েছে অনলাইন লাইভে । ইচ্ছে করলেই ক্রেতারা যোগাযোগ করতে পারেন মালদা , মুর্শিদাবাদ , দক্ষিন দিনাজপুরের আম চাষীদের সঙ্গে । আনাতে পারবেন পছন্দের আম । অর্ডার পেলে চাষীরা আম পাঠিয়ে দেবেন নির্দিষ্ট ঠিকানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Partha Sarkar

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার কোপ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে! অনলাইন অর্ডার দিয়েই মন ভরাতে হল আম প্রিয় বাঙালিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল