করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নানা রকমের বার্তাও দিয়েছেন ৷ শাহরুখ খান থেকে জুহি চাওলা, আমির থেকে মালাইকা আরোরা ৷ ঘরের মধ্যেই সবাই নিজেদের আবদ্ধ রেখেছেন ৷ অযথা করোনার বাহক না হওয়ার কারণেই নিজেদের মত সবাই ঘরে আবদ্ধ থাকছেন ৷ বাড়িতে থাকা ও সবার থেকে বিচ্ছিন্ন থাকার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর খাবার রান্না করছেন অভিনেত্রী মালাইকা আরোরা ৷
advertisement
এখন শুধুই বাড়িতে আছেন তিনি তাই অবসর সময়ে স্বাস্থ্যসম্মত রান্না করে নিজে খাচ্ছেন ও খাওয়াচ্ছেন বাড়ির লোকেদের ৷ তিনি রান্নাটি মা ও এক বন্ধুর থেকে শিখেছেন কৃতজ্ঞতা স্বীকারও করেছেন ৷ মালাইকা রান্নার ভিডিও শেয়ার করে বলেছেন রান্নায় ভালবাসা ছড়ায় ৷ তাই তিনি রান্না করছেন ৷ রান্না করতে তাঁর ভালই লাগে ৷
advertisement
Location :
First Published :
Mar 21, 2020 6:44 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নতুন অবতারে বলি সেলিব্রিটি ! বাড়ির লোকেদের জন্য রান্না মালাইকার, সুপার ভাইরাল
