ট্যুইটারে এই খবর প্রকাশ করে আনন্দ মহিন্দ্রা লিখেছেন, কান্দিভালি ও ইগতপুরি দলের জন্য আমার গর্ব বোধ হচ্ছে। এই দুই কারখানার শ্রমিকরা নিজেদের ঘুম, খাওয়া ভুলে মাত্র ৪৮ ঘণ্টায় ভেন্টিলেটর মেশিন তৈরি করেছেন। আমরা এবার বিশেষজ্ঞদের চাই যাঁরা এই যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের বুঝিয়ে দেবেন। ফল যাই হোক, ওঁরা দেখিয়েছেন, ভারত লড়াই করতে পারে।’
advertisement
advertisement
এছাড়াও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এমডি পবন গোয়েঙ্কা ট্যুইট করে বলেছেন, ‘আইসিইউ ভেন্টিলেটর প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আমরা অনেকদিন ধরে কাজ করছি। সাধারণত আইসিইউয়ে থাকা এই যন্ত্রগুলি তৈরিতে খরচ হয় প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকা। কিন্তু আমাদের তৈরি যন্ত্রে খরচ মাত্র সাড়ে সাত হাজার টাকা। আশাকরি মানুষের এটি কাজে লাগবে।’
Location :
First Published :
March 27, 2020 12:54 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার বিরুদ্ধে লড়তে ৪৮ ঘণ্টার মধ্যে ভেন্টিলেটর তৈরি করল মহিন্দ্রা! দাম মাত্র ৭,৫০০ টাকা