ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় জানুন:
ইতিমধ্যেই এই ঝড়ের মোকাবিলার জন্য মুম্বইয়ে এনডিআরএফ এর ৮টি টিম, রায়গড়ে ৫টি টিম, পালঘরে ২টি টিম, থানেতে ২টি টিম, রত্নগিরিতে ১টি টিম নামানো হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে মানুষকে সরানো চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অন্তত দু'দিন ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। গুজরাটের উপকূলবর্তী অঞ্চল থেকে সরানো হয়েছে ৭৮ হাজারের বেশি মানুষকে।
advertisement
বুধবার সকালে নিসর্গের অবস্থান আরব সাগরে ১৭ ডিগ্রি উত্তর এবং ৭২.১৫ ডিগ্রি পূর্বে। দক্ষিণ মুম্বই থেকে ২৯০ কিলোমিটার দূরত্বে নিসর্গ ঘণীভূত হচ্ছে। এগোচ্ছে ১১ কিলোমিটার গতিবেগে।
Location :
First Published :
June 03, 2020 8:13 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ, এখন অবস্থান ঠিক কোথায়, লাইভ দেখে নিন