তবে একইসঙ্গে এদিনের ব্লাড ডোনেশন ক্যাম্পে উৎসাহ দিয়ে মদন মিত্র বলেন, সদ্য করোনা থেকে সেরে উঠেছেন তাই রক্তদান করতে পারবেন না এখুনি। তবে প্রয়োজন পড়লে প্লাজমা থেকে রক্ত দিতে ইচ্ছুক তিনি। পুরোদস্তুর রাজনীতিক অবশ্য ভুললেন না স্বরচিত গানে বিরোধী গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে। গানে গানেই দু-কথা শুনিয়ে দিলেন বিরোধীদের।
advertisement
রবিবাসরীয় সকালে সাউদার্ন এভিনিউ-এর নব নালন্দা বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয় এই রক্তদান কর্মসূচি। নব নালন্দা প্রাক্তনী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্লাডমেটসের সহযোগিতায় এই রক্তদান শিবির শুরু হয় সকাল দশটা থেকে। স্কুলের 'নালন্দা ভবনে' আয়োজিত এই কর্মসূচিতে উৎসাহী রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মত।
ব্লাডব্যাঙ্ক গুলিতে ক্রমশ কমে আসছে রক্তের ভাঁড়ার। তাই রক্তের অভাবে যাতে রাজ্যের রোগীদের দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্যই এই উদ্যোগ নিয়েছে 'নব নালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এন্ড কোভিড টাস্ক ফোর্স গ্রূপ'। সহযোগিতা করছে ব্লাডমেটস এর মত সংগঠন। রক্তের এই চরম আকালে বন্ধুর মতো ভরসার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন একদল সহ নাগরিক।
এরকম একটি প্রাক্তনীদের সংগঠন যখন একসঙ্গে হন তখন সেখানে উৎসবের আবহ তৈরি হয়। তবে এবারের উৎসব ছিল রক্তদানের। তাই তার মেজাজও ছিল একটু অন্যরকম। করোনা পরিস্থিতি ছাড়াও ইয়াস বিদ্ধস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার এই স্কুলের প্রাক্তনীরা। ইতিমধ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিয়েছেন ত্রাণের সামগ্রী। 'নব নালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এন্ড কোভিড টাস্ক ফোর্স গ্রূপ'-এর উদ্যোগে চলছে কোভিড কিচেন। আর এভাবেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিতে জুড়ে থাকছেন শহরের প্রাচীন এই স্কুলের প্রাক্তনীরা।
