সেই সঙ্গে পরিষ্কার হয়ে গিয়েছে বাতাস। বাতাসে কমেছে ধূলিকণা । শতছিদ্র হয়ে যাওয়া ওজন স্তরের ক্ষতে একটু একটু করে প্রলেপ লাগছে । আর সে কারণেই ৩০ বছর পর পঞ্জাবের জলন্ধর থেকে খালি চোখেই দেখা যাচ্ছে শেতশুভ্র হিমালয়কে। গতকাল জলন্ধরবাসীর ঘুম ভেঙেছে পরিষ্কার আকাশে হেলান দেওয়া হিমালয়কে প্রাণ ভরে দেখতে দেখতে । সোশ্যাল মিডিয়ার দেওয়ার ভরে উঠেছে এই অভূতপূর্ব দৃশ্যে ।
advertisement
Location :
First Published :
April 04, 2020 9:33 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অবিশ্বাস্য ঘটনা! দূষণের চিহ্নও নেই, ৩০ বছর পর জলন্ধর থেকে পরিষ্কার দেখা গেল হিমালয়