TRENDING:

করোনায় সতর্ক শপিং মল, আতঙ্কে ভিড় কমছে শহরের মলগুলিতে

Last Updated:

সপ্তাহের দ্বিতীয় দিন। এমনিতেই ফাঁকা থাকে সাউথ সিটি মল। করোনা-আতঙ্কে যেন ভিড় আরও পাতলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভিড় কমছে মলগুলিতে। খাঁ খাঁ করছে রেস্তোরাঁ থেকে মাল্টিপ্লেক্স। তবে করোনায় সতর্ক শপিং-মল। ক্রেতা থেকে কর্মী, সবার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মল কর্তৃপক্ষ।
advertisement

সপ্তাহের দ্বিতীয় দিন। এমনিতেই ফাঁকা থাকে সাউথ সিটি মল। করোনা-আতঙ্কে যেন ভিড় আরও পাতলা। বিভিন্ন নামী কোম্পানির আউটলেট ধূ-ধূ করছে। রেস্তোরাঁ থেকে সিনেমা হল, ভিড় প্রায় অর্ধেক। ছুটির দিনে ছেলেকে নিয়ে লাঞ্চ করতে এসে হতবাক অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সতর্ক মল কর্তৃপক্ষ। স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করিয়ে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে সাউথ সিটি মলে। বেরনোর সময়েও স্যানিটাইজারে হাত পরিস্কার করার ব্যবস্থা থাকছে। কর্মীদের স্বাস্থ্য পরীক্ষীর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জ্বর হলেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ি। মলের ভিডিও ওয়ালে করোনা নিয়ে চলছে লাগাতার প্রচার। এত ফাঁকা মল আগে দেখেননি। বলছেন হাতে গোণা ক্রেতারা। চলছে সব-ই। তবু যেন কিছুই ঠিক নেই। করোনা সতর্কতায় ভিড় কমছে শহরের অন্যতম হ্যাপিনেস ক্লাবে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় সতর্ক শপিং মল, আতঙ্কে ভিড় কমছে শহরের মলগুলিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল