করোনা মোকাবিলায় লকডাউন রাজ্য। পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র করোনা আক্রান্তের চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে চিহ্নিত করেছে সরকার।
- শনিবার থেকে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি শুরু
- সোমবার থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেশন পরিষেবা
- মঙ্গলবার পরিকাঠামো নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
advertisement
প্রথম পর্যায়ে সুপার স্পেশালিটি বিল্ডিং ও নতুন সাত তলা হস্টেল খালি করে ৫০০ বেডের ব্যবস্থা করা হবে।
- ধাপে ধাপে গোটা হাসপাতালেই করোনার চিকিৎসা হবে
- বেডের সংখ্যা ৫০০ থেকে বেড়ে হবে ৩ হাজার
- চিকিৎসাধীন রোগীদের অন্য সরকারি হাসপাতালে রেফার
নতুন করে কোনও রোগী ভর্তি করা হচ্ছে না, যারা আছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার থেকে হাসপাতালে কেমো থেরাপি, ডায়ালিসিস বন্ধ ৷ পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।
আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ। করোনা মোকাবিলায় তাই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই মেডিক্যাল কলেজকে করোনা চিকিৎসায় দেশের মধ্যে উৎকর্ষ কেন্দ্র করতে চলেছে রাজ্য ৷