নিজের ফেসবুক পেজে ফোন নম্বর শেয়ার করে মানুষকে সাহায্যের আশ্বাস দিয়েছেন শুভেন্দু সরকার নামের ওই ড্রাইভার। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আমি শুভেন্দু সরকার, বেহালা নিবাসী, আমি একজন গাড়ি চালক, এই অতিমারীতে আপনারা যদি কেউ অসুস্থ হয়ে থাকেন এবং আপনাদের নিজের গাড়ি আছে কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যেতে চাইছে না সংক্রমণের ভয়ে। তাহলে আমায় ফোন করতে পারেন, আমি এগিয়ে আসবো আপনাদের জন্য।
advertisement
আমার ফোন নম্বর ৯৯০৩০৭৭০৯৮"।
শুভেন্দুর এই পদক্ষেপে প্রশংসার বন্যা বইছে তাঁর ফেসবুক পেজের কমেন্ট বক্সে। কেউ তাঁকে এই কাজের জন্য কুর্ণিশ জানাচ্ছেন, তো কেউ বলছেন আপনার জয় হোক, আবার কেউ বলছেন, "আপনার মতন কিছু মানুষের জন্যই পৃথিবীটা বাসযোগ্য আছে।" শুভেন্দুর মতো আরও অনেকেই আগামী দিনে করোনা আক্রান্ত মানুষের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন বলেও মনে করছেন কেউ কেউ।
করোনা পরিস্থিতিতে দেশের অন্য প্রান্তের মতোই রাজ্যের অবস্থাও ভালো নয়। লাগামছাড়া হারে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরাও এরাজ্যে করোনা ভয়াবহতার আরও ব্যাপক রূপ আশংকা করছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সেফ হাউস থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুতের বন্দোবস্ত করা হচ্ছে । তা সত্ত্বেও চিকিৎসার গাফিলতির খবর বার বার উঠে আসছে শিরোনামে। পাশাপাশি সংক্রমণ নিয়ে প্যানিক বাড়ছে মানুষের মনে। অনেক ক্ষেত্রেই সংক্রমিত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন না মায় প্রতিবেশীরাও। সময়মতো হাসপাতালে পৌঁছতে না পেরে ঘরেই মৃত্যুর ঘটনাও ঘটেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে শুভেন্দুর মত সহৃদয় গাড়িচালকের এই উদ্যোগটুকু আশা জাগাবে বলেই মনে করছেন নেটিজেনরা।C