TRENDING:

আগে বলা হলেও ভর্তি হননি বেলেঘাটা আইডি তে,কলকাতার করোনা আক্রান্তকে নিয়ে যা জানা গেল!

Last Updated:

আতঙ্কিত না হয়ে সচেতন হন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কোয়ারান্টাইন থেকে বেলেঘাটা আইডি আইডিতে ভর  আক্রান্ত তরুণের বাবা-মা৷  করোনা আক্রান্ত লন্ডন ফেরত কলকাতার তরুণ আইডিতে ভর্তি, সঙ্গে ভর্তি  তরুণের গাড়ির চালকও৷  ১৫ ফেব্রুয়ারি আইডিতে আসেন তরুণ হাসপাতালে এলেও ভর্তি হননি ৷ তরুণ ভরতি না হওয়ার কথা জানান সুপার ৷ এরপরের দিন এম আর বাঙুরেও যান করোনা আক্রান্ত তরুণ৷ সেখানও তাঁকে হাসাপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলে তিনি এড়িয়ে যান৷ এদিকে বাঙুরের চিকিৎসককেও আইডিতে পাঠান হল সঙ্গী স্বাস্থ্যকর্মীও বেলেঘাটা আইডিতে ভর্তি৷
advertisement

এই তরুণ লন্ডন থেকে ফেরার পর একাধিক জায়গায় যান ৷ যারমধ্যে রয়েছে নবান্ন, দক্ষিণ কলকাতার শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ ৷ সব মিলিয়ে আতঙ্ক সীমা ছাড়ালেও খতিয়ে দেখা হচ্ছে ঠিক কত মানুষ তাঁর সংস্পর্শে এসেছে৷

এদিকে বহু সতর্কতা সত্ত্বেও মঙ্গলবারই রাজ্যে ঢুকেই পড়ল করোনা । কলকাতায় করোনার হানায় চূড়ান্ত সতর্ক রাজ্য । গতকালই কলকাতায খোঁজ মিলেছে প্রথম আক্রান্তের ।

advertisement

নজরে রয়েছেন আক্রান্ত তরুণ । সদ্য ইংল্যান্ড থেকে ফেরেন তিনি ৷ তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর যে, তাঁর শরীরে নভেল করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে ৷ শারীরিক পরীক্ষায় তা পজেটিভ পাওয়া যায় ৷ যদিও প্রাথমিক যে সব উপসর্গ দেখা যাওয়ার কথা, তা তাঁর শরীরে দেখা যায়নি ৷

advertisement

এরপরেই সমস্ত রকম সাবধানতা নিতে ওই তরুণের সহযাত্রীদের নামের তলিকা চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর । ইংল্যান্ড থেকে ফেরার সময় দিল্লি হয়ে ফিরেছেন ওই তরুণ । ফলে দিল্লিতে নামা বিমানযাত্রীদের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। তরুণের আসনের আগে-পরের ৩ সারির সকলকেই পাঠানো হয়েছে কোয়ারান্টিনে । খোঁজ চলছে কেবিন ক্রু, পাইলট ও কো পাইলটের । বিমানবন্দরের বাস চালকেরও খোঁজ নেওয়া হচ্ছে । সংক্রমণ ঠেকাতে যাত্রী, বিমানকর্মীদের গৃহ পর্যবেক্ষণে রাখা হবে ।

advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টাইনে। ওই তরুণ আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই তরুণ। হাসপাতাল সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (নাইসেড)-এ তরুণের লালারসের নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসে। সেই রিপোর্টে জানা যায় তা পজিটিভ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

জানা গিয়েছে, ইংল্যান্ডে গিয়ে ওই তরুণ একটি পার্টিতে অংশ নেন। সেই পার্টিতে কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তার থেকেই তরুণের শরীরে ভাইরাস এসেছে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আগে বলা হলেও ভর্তি হননি বেলেঘাটা আইডি তে,কলকাতার করোনা আক্রান্তকে নিয়ে যা জানা গেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল