TRENDING:

Kolkata Airport Rapid PCR Test: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের জন্য র‍্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটেই !

Last Updated:

Kolkata Airport: ভারত থেকে দুবাই এবং দুবাই হয়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য বিমান চালু হলেই বিমানবন্দরে যাত্রীদের জন্য Rapid PCR test-এর ব্যবস্থা চালু করে দেওয়া হবে ৷ এমনটা জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিমানযাত্রা এখন আর আগের মতো স্বাভাবিক নেই ৷ করোনা আবহে বিমানযাত্রা করা মানেই যাত্রীদের অনেক কিছু বিষয়ে মাথায় রাখতে হয় ৷ যার মধ্যে অন্যতম হল করোনা পরীক্ষার রিপোর্ট (Rapid PCR Test)৷
advertisement

কোভিড নেগেটিভ শংসাপত্র না থাকলে ইন্টারন্যাশনাল তো বটেই, ডোমেস্টিক রুটেও অনেক জায়গাতেই যাওয়া সম্ভব হচ্ছে না ৷ আর সেই রিপোর্টও হতে হবে বিমানযাত্রার ৭২ ঘণ্টার মধ্যের রিপোর্ট ৷ কোভিড রিপোর্ট পেতে দেরি হওয়াতে অনেকসময়েই সমস্যায় পড়েন যাত্রীরা ৷ আবার অনেক সময় যাত্রীদের বিরুদ্ধেই অভিযোগ থাকে, যে তারা ঠিকঠাক রিপোর্ট আনছেন না ৷ তাই কলকাতা বিমানবন্দেরই (Kolkata Airport) এবার Rapid PCR test-এর ব্যবস্থা করা হয়েছে ৷ তবে আন্তর্জাতিক রুটে বিমানযাত্রা আরেকটু বেশি মাত্রায় চালু হওয়ার পরেই এই ব্যবস্থা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ তবে আপাতত সব নজর ভারত থেকে দুবাইয়ের বিমান কবে চালু হয় তার উপর ৷ অর্থাৎ ভারত থেকে দুবাই এবং দুবাই হয়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য বিমান চালু হলেই বিমানবন্দরে যাত্রীদের জন্য Rapid PCR test-এর ব্যবস্থা চালু করে দেওয়া হবে ৷ এমনটা জানিয়েছেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টাভি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিলুপ্তপ্রায় সেই পুতুল নাচের ডিমান্ড ফেরাতে অভিনব উদ্যোগ, আশাবাদী শিল্পীরা
আরও দেখুন

তিনি জানান, HLL Lifecare Ltd (HLL) ল্যাবরেটরি এই কোভিড পরীক্ষার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দরে ৷ এই Rapid PCR test-এর পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ৷ এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল এবং ডোমেস্টিক ডিপার্চারের জন্য আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা কলকাতা বিমানবন্দরে করেছে এই সংস্থা ৷ এরপর ভারত থেকে দুবাইগামী এমিরেটস, ফ্লাই দুবাই, ইন্ডিগোর বিমান চালু হলেই Rapid PCR test চালু করে দেওয়া হবে কলকাতা বিমানবন্দরে ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kolkata Airport Rapid PCR Test: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের জন্য র‍্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পাওয়া যাবে মাত্র ১৫ মিনিটেই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল