advertisement
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর জনসমক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন নেন আমেরিকার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট । ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মর্ডানার করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। তাঁর এই ভ্যাকসিন নেওয়ার অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। ভ্যাকসিন নিয়ে তিনি সকলকে এর প্রতি আস্থা রাখার জন্য আহ্বান জানান।
ওয়াশিংটন ডিসির আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত একটি এলাকার মেডিকেল সেন্টারে হাজির হয়ে ভ্যাকসিন নেন কমলা হ্যারিস। মাস্ক পড়ে নিজের বাম হাতে ভ্যাকসিন নেওয়ার পরে কমলা জানান,” খুব সহজ তো! তেমন কোনও ব্যাথা লাগল না।” এরপর তিনি সহাস্যে নার্সকে ধন্যবাদও জানান। ভ্যাকসিন নেওয়ার পরে তিনি সংবাদমাধ্যমে জানান, এই ভ্যাকসিন তুলনামূলক ভাবে সুরক্ষিত, কষ্টহীন ও জীবনদায়ী৷
এর আগে গত ২১ ডিসেম্বর কোভিড-১৯ ভ্যাকসিন নেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ৭৮ বছরের বাইডেনের ভ্যাকসিন নেওয়ার দৃশ্যও টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। ভ্যাকসিন নেওয়ার পর সকল আমেরিকাবাসীদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি জানান, ভ্যাকসিন নেওয়া যে উদ্বেগজনক নয় তা বোঝাতেই সর্বসমক্ষে ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেওয়া নিরাপদ।
গত বুধবার আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন কমলা হ্যারিস। তবে তিনি শুধু প্রথম মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্টই হলেন না, পাশাপাশি প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবেও ইতিহাস তৈরি করলেন। শপথগ্রহণ করার পরেই তিনি ট্যুইট করেন, ‘আমি কাজ করতে তৈরি।’