করোনা আবহে এখন ও কিছু কিছু মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে । তারা বাইরে বেরিয়ে পড়ছে মাস্ক ছাড়া। অনেকেই, ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ, সরকারি নির্দেশিকা মানছে না।
আর তাই বুধবার রাতে মেটেলি ব্লক প্রশাসন পুলিশকে সাথে নিয়ে চালসাতে অভিযানে নেমেন। মাস্ক ব্যবহার করছে না যারা তাদের মাস্ক ব্যাবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়৷ রাত ৯ টার পর অযথা বাইরে বের না হওয়ার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ব্যাবসায়ীদেরকেও নিদিষ্ট সময়ে দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয় ।এদিনের এই অভিনানে উপস্থিত ছিলেন মেটেলির বি ডি ও বিপ্লব বিশ্বাস,মেটেলি থানার আই সি নিলাম সঞ্জীব কুজুর,মাটিয়ালি পঞ্চয়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা প্রমুখ।
advertisement
Location :
First Published :
Jul 29, 2021 7:07 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সাবধান হোন! সাধারণ মানুষকে মাস্ক পরা নিয়ে সচেতন জলপাইগুড়ি পুলিশ-প্রশাসনের
