TRENDING:

Big News: KKR প্লেয়াররা পজিটিভ, দিল্লির সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার কড়া নির্দেশ বোর্ডের

Last Updated:

এখনও স্পষ্ট নয় যে তারা মোতেরায় ৪ তারিখের নির্ধারিত অনুশীলনে নামতে পারবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: আইপিএল (IPL 2021) -১৪ তম মরশুমে করোনা ভাইরাসের (Coronavirus) মারণ থাবা পড়ে গেছে৷ ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার ও গ্রাউন্ডস্টাফ এর মধ্যে এসে গেছে৷ কেকেআরের (KKR) ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের রিপোর্ট পজিটিভ এসেছে৷ যার ফলে আরসিবি বনাম কেকেআর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে৷  বাকি দলের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারফলে আক্রান্তদের আইসোলেশনে যেতে বলা হয়েছে৷ কেকেআর শিবিরে করোনা ছড়িয়ে পড়ার খবর সামনে আসার পরেই চেন্নাই সুপার কিংসেও করোনা ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছে৷ সিএসকে -র বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও একজন বাস সাফাই কর্মী পজিটিভ হয়েছেন৷
আজকের ম্যাচে হেরে গেলেও এক নম্বর স্থানেই থাকবে দিল্লি ক্যাপিটালস৷ কারণ পয়েন্টের হিসেবে তারা বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে৷ Photo -File
আজকের ম্যাচে হেরে গেলেও এক নম্বর স্থানেই থাকবে দিল্লি ক্যাপিটালস৷ কারণ পয়েন্টের হিসেবে তারা বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে৷ Photo -File
advertisement

এখন এই পরিস্থিতিতে খবর এসেছে যে বিসিসিআই দিল্লি ক্যাপিটাল্সের সকলকে নতুন নিয়ম জারি না করা অবধি সবাইকে আইসোলেশনের নির্দেশ দিয়েছে৷ কারণ কেকেআর নিজের শেষ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধেই খেলেছিল৷ ২৯ এপ্রিল এই ম্যাচ খেলেছিল৷ কেকেআরের -র বরুণ ও সন্দীপ করোনা পজিটিভ আসার পরেই ভারতীয় বোর্ড আর মিলিয়ন ডলার টুর্নামেন্টে কোনও ভয়ের কিছু হোক চাইছে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান
আরও দেখুন

ক্রিকবাজের খবর অনুযায়ি দিল্লি ক্যাপিটাল্সের এক আধিকারিক জানিয়েছেন  কেকেআরের বিরুদ্ধে তারা শেষ ম্যাচ খেলেছিল৷ তাই তাদের কোয়ারেন্টাইন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই তারা সকলেই আইসোলেশনে আছেন৷ তবে কতদিনের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড তার কথা এখনও বলা হয়নি৷ তবে এটা এখনও স্পষ্ট নয় যে তারা মোতেরায় ৪ তারিখের নির্ধারিত অনুশীলনে নামতে পারবে৷ টিম ম্যানেজমেন্টের পক্ষে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কাছে কোনও নির্দেশ আসেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Big News: KKR প্লেয়াররা পজিটিভ, দিল্লির সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার কড়া নির্দেশ বোর্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল