এই ওষুধে যে সমস্ত উপাদান ব্যবহার করা হচ্ছে তাতে করোনা ভাইরাস পুরোপুরি ধ্বংস হয়ে যায় ৷ করোনা আক্রান্ত কোষে এই ওষুধ দেওয়া হলে কোষটি বেঁচে থাকে কিন্তু করোনা ভাইরাস নির্মূল হয়ে যায় ৷ কোষটি পুরোপুরি সুস্থও হয়ে যাচ্ছে এই নতুন ওষুধের প্রয়োগে ৷ DRDO-র ল্যাবরেটরি INMAS -র প্রস্তুত করা এই ওষুধ প্রয়োগ করার জন্য হায়দরাবাদের CSIR-র ল্যাব সেন্টার ফর সেলুলর অ্যান্ড মলিকিউল বায়োলজি CCMBতে পাঠানো হয়েছিল ৷ পরীক্ষার পর যে রিপোর্ট সামনে এসেছে তাতে চমকে যাচ্ছেন সকলেই ৷ COVID19 -র ধ্বংস করার যে কম্পাউন্ড ব্যবহার হয়েছে তা ক্যান্সারের ওষুধের ক্ষেত্রেও ব্যবহার হয় ৷ আশা করা হচ্ছে যে এই ওষুধ খুব তাড়াতাড়ি করোনা চিকিৎসার জন্য বাজারে আসবে ৷ কম্পাউন্ড যেহেতু পরিচিত তাই এর বিরূপ প্রতিক্রিয়াগুলিও জানা রয়েছে ৷ DRDO ও CCMB এই ওষুধের পেটেন্টের জন্য কাজ করছেন ৷ সিসিএমবি প্রধান ডক্টর রাকেশ মিশ্র NEWS18-কে এই খবর জানিয়েছেন ৷
advertisement