TRENDING:

দেশের প্রথম বেসরকারি বিমানসংস্থা হিসেবে ‘বন্দে ভারত মিশন’-এ সামিল ইন্ডিগো

Last Updated:

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মধ্য প্রাচ্যের দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করবে ইন্ডিগো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে 'বন্দে ভারত মিশন' - এ ঢুকল ইন্ডিগো। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। ঠিক হয়েছে, বন্দে ভারত মিশনে যে ১৮০টি ফ্লাইট বেসরকারি সংস্থার হাতে দেওয়া হবে, তার ৫০ শতাংশ ফ্লাইট চালাবে ইন্ডিগো।
advertisement

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মধ্য প্রাচ্যের দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করবে ইন্ডিগো। সৌদি আরব, দোহা, কুয়েত, মাসকটে আটকে থাকা ভারতীয়দের নিয়ে কেরলে ফিরবে ইন্ডিগো। প্রথম ধাপে ৯৭টি ফ্লাইট চালাবে ইন্ডিগো।

তবে বেসরকারি সংস্থা হলেও নিয়মকানুন বা ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। যাত্রীদের ক্ষেত্রে অন্য বিমানের মতোই করোনার জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ যা আরোপ করা হচ্ছে, তা মেনে চলতে হবে। একটি হ্যান্ড লাগেজ এবং চেক-ইন লাগেজ ছাড়া কিছুরই অনুমোদন মিলবে না। বিমানবন্দরে যথাসম্ভব ছোঁয়াচ এড়িয়ে যাত্রীদের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে হবে।

advertisement

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "বিদেশে যে পরিমাণ ভারতীয় আটকে  রয়েছে, তাতে শুধু এয়ার ইন্ডিয়ার পক্ষে পুরো কাজটা করা সম্ভব নয়। সে কারণেই ধাপে ধাপে বেসরকারী সংস্থাগুলিকে এই কাজে যুক্ত করা হচ্ছে।"

প্রসঙ্গত, বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রথম ধাপে বিশ্বের ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়েছে বিদেশমন্ত্রক। প্রথম সাত দিনে যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের সিংহভাগই কেরল, তামিলনাড়ু এবং দিল্লির বাসিন্দা। এই তিন রাজ্যে মোট ৩৭টি ফ্লাইট ঢুকেছিল। দ্বিতীয় ধাপে প্রাথমিক ভাবে ঠিক ছিল ১৪৯টি ফ্লাইট আসবে। এখন সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ভবিষ্যতে ওই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Shalini Datta

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশের প্রথম বেসরকারি বিমানসংস্থা হিসেবে ‘বন্দে ভারত মিশন’-এ সামিল ইন্ডিগো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল