ত্রিশূর জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা গিয়েছে, ২০২০ সালের জানুয়ারি মানে ওই ছাত্রী জ্বর নিয়ে চিনের ইউহান প্রদেশ থেকে দেশে ফেরেন। লালারসের নমুনা পরীক্ষায় জানা যায়, করোনা আক্রান্ত (diagnosed with coronavirus) তিনি। বলা ভাল তিনিই প্রথম ভারতে করোনা নিয়ে প্রবেশ করেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর ফের তিনি করোনা আক্রান্ত হলেন। ১৩ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডজ নিয়ে নিয়েছেন ওই পড়ুয়া।
advertisement
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমছে (decline in new confirmed cases of Covid-19)। ২০২১ সালের প্রথম দিকে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে। কেরলের স্বাস্থ্য মন্ত্রী বীনা জর্জ (Kerala health minister Veena George) জানিয়েছেন, ফের রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মূল কারণ আনলকের প্রক্রিয়া শুরু হইয়ে যাওয়া। উল্লেখ্য, কেরলে বর্তমানে মোট অ্যাক্টিভ করোনা রোগীর (active cases of Covid-19) সংখ্যা ১,১১,০৯ সুস্থতার হার (recovery rate) ৯৫.৮৯ শতাংশ। মৃত্যুর হার (case fatality rate) ০.৪৮ শতাংশ।
