TRENDING:

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ফের করোনা কাড়ল প্রাণ, প্রয়াত পীযূষ চাওলার বাবা

Last Updated:

বাবা-র আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পীযূষ চাওলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের লেগ স্পিনার পীযূষ চাওলা-র বাবা প্রমোদ কুমার আজ সকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন৷ তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স ট্যুইট করে এই খবর জানিয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ট্যুইট বার্তায় বলেছে, এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে রয়েছি৷ আপনি শক্ত থাকুন ৷
Indian spinner Piyush Chawla's father pramod kumar passed away due to coronavirus- Photo Courtesy- Instagram
Indian spinner Piyush Chawla's father pramod kumar passed away due to coronavirus- Photo Courtesy- Instagram
advertisement

পীযূষ চাওলা নিজেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবা-র প্রয়ানের সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যাগলাইনে তিনি জানিয়েছেন, “life won’t be same without him anymore, lost my pillar of strength today,” অর্থাৎ আপনার প্রয়াণের পর জীবন আর আগের মতো থাকবে না৷ আজ আমি আপনার শক্তিহারা হলাম৷

advertisement

এর আগে রাজস্থান রয়্যালসের পেসার চেতন সকারিয়া-র বাবাও কোভিড ১৯- এ মারা গিয়েছিলেন৷ পীযূষ চাওলার বাবা এই মারণ ভাইরাস এবং তার পরবর্তী শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করতে করতে শেষ অবধি হেরে গেলেন৷

পীযূষ চাওলা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন৷ ২০১৪ সালে কেকেআর আইপিএল জিতেছিল৷ ২০২১ -র আইপিএল নিলামে তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)৷  তবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি একটি ম্যাচেও প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি৷ রাহুল চাহার বল হাতে এত দুরন্ত পারফরম্যান্স দিচ্ছিলেন যে তাঁর আর প্লেয়িং ইলেভেনে সুযোগ হয়নি৷

advertisement

এবারের আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে যায় কারণ চারটি ফ্রাঞ্চাইজিতে করোনা ভাইরাসের (covid-19) সংক্রমণ ছড়িয়ে পড়ায়৷

৩২ বছরের পীযূষ চাওলা ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন৷ তবে ২০১২ থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে তাঁর খেলার সুযোগ হয়নি৷ পীযূষ চাওলা উত্তর প্রদেশ থেকে গুজরাতে সরে গিয়েছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

এদিকে এর আগে রাজস্থান রয়্যালসে চেতন সাকারিয়ার বাবা কাঞ্জিভাই  সাকারিয়া রবিবার  গুজরাতের ভাবনগরে মারা যান৷ চেতন যখন আইপিএল খেলছিলেন তখন তাঁর বাবা করোনা পজিটিভ হন৷ ২০২১ এ রাজস্থান রয়্যালসে তাঁকে ১.২ কোটি টাকায় কিনে নেন৷ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পেরেছিলেন তিনি৷ আর তার জন্য তিনি মৃত্যুর আগে বাবা-র সঙ্গে কিছু সময় কাটাতে পেরেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ফের করোনা কাড়ল প্রাণ, প্রয়াত পীযূষ চাওলার বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল